আগরপাড়া ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের কোরনা প্রতিষেধক সেন্টার চালু করা হলো :
আগরপাড়া ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের কোরনা প্রতিষেধক সেন্টার চালু হয় l এই সেন্টারের পথ চলা শুরু হয় গত ২৮ এপ্রিল থেকে l এই সেন্টার থেকে পানিহাটি পৌরসভার অন্তর্গত ৮ নম্বর এবং ৯ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থাকার জন্য এই উদ্যোগ l এই সেন্টার থেকে কোরনা ভাইরাসে আক্রান্ত মানুষকে হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে অক্সিজেন পরিষেবা দেওয়া এবং ওষুধ ও অ্যাম্বুলেন্স পরিষেবা স্যানিটাইজার করা এই কাজ করে চলেছেন এই কর্মীরা l দুটি হাত ধরে এই সেন্টারটি আগরপাড়া নর্থ স্টেশন রোডে অফিস করা হয় l
একটি বহুতল এর নিচে সেই জায়গাটি অফিস করে ব্যবহার করার জন্য আগরপাড়া অঞ্চলের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হাত বাড়িয়ে দেন l তার এই জায়গাটি কোরনা ভাইরাসে আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য তিনি দিয়েছেন l এই ব্যবসায়ী সংস্থাটি তাদের অ্যাম্বুলেন্স টি কোরনা রোগে আক্রান্ত মানুষকে সাহায্য করার জন্য l এছাড়াও পানিহাটি পৌরসভার অন্তর্গত ৮ নম্বর এবং ৯ নম্বর ওয়ার্ডের বহু মানুষ তারাও এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় l বিভিন্নভাবে কেউ অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করে l
কেউ আবার পি পি কিট বিভিন্ন সরঞ্জাম মানুষ তুলে দেন এই সংস্থার কর্মীদের হাতে l অক্সিজেন সিলিন্ডার ৬ টা , লেবুলাইজার, অক্সিজেন কনস্যুলেটর ,থার্মাল গান ,অক্সিমিটার ,এই রোগের পরিষেবা দেবার জন্য যে সমস্ত চিকিৎসা সরঞ্জাম দরকার এই সংস্থার কর্মীরা সবটাই এখানে রেখেছে l যে সমস্ত বাড়িতে এই রোগে আক্রান্ত হচ্ছে মানুষ সেই সমস্ত বাড়ি স্যানিটাইজার করে দিচ্ছে এই সংস্থার কর্মীরা গিয়ে l তার পাশাপাশি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা ব্যবস্থা করেছেন l ওষুধ পরিসেবা থেকে শুরু করে এই মারাত্মক রোগে সাথে যারা লড়াই করছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এই সংস্থার কর্মীরা রাতদিন ছুটে বেড়াচ্ছেন l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন