রাজপুরে বিজেপি কর্মীকে ঘরে ফেরালো এলাকার মুসলিম যুবকরাঃ
নির্বাচনের ফল ঘোষনা হয়েছে এক সপ্তাহ হল আর এর মধ্যে রাজ্যের বিভিন্ন জায়েগা থেকে আসছে হিংসার খবর। কোথাও বিজেপি কর্মী আক্রান্ত হচ্ছে তো কোথায় তৃণমূল কর্মীর মায়ের কোল খালি হচ্ছে।
এত কিছুর মাঝে এক অনন্য সৌভাতৃত্ব বোধের চিত্র ফুটে উঠল দক্ষিন ২৪পরগনার রাজপুরে। নির্বাচনের ফলাফলের পর থেকে আতঙ্কে ঘরছাড়া ছিলেন বিজেপি কর্মী সুপ্রভাত
রায়চৌধুরি। আজ তাকে ঘরে ফেরালেন এলাকার মসজিদের ইমাম মহম্মদ আব্দুল ফারাহ,ও আহ্বায়ক মহম্মদ মুন্না জাকির মন্ডল। এতদিন পর ঘরে ফিরে সুপ্রভাত যতটা খুশি ঠিক তেমনি তাকে ঘরে ফেরাতে পেরে ঠিক ততোটাই খুশি তার একসময়ের স্কুল জীবনের সহপাঠী মুন্না। সবশেষে এটাই বলা যায় রবিবার ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই তার সোনার বাংলার যে হিন্দু মুসলিম ভাইভাই তা আবার প্রমানিত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন