আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পক্ষ থেকে নার্সদেরঃ
চারিদিকে করোনা আবহ প্রতিদিন প্রতি সেকেন্ড আসছে মৃত্যর খবর চোখের সামনে ওরা দেখছে কিভাবে সামান্য অক্সিজেনের অভাবে একটা প্রান চলে যাচ্ছে। তবু ওরা লক্ষ্যে অবিচলন ওদের কাছে কর্মীই ধর্ম। ৩৬৫দিন ২৪ঘন্টা ওরা কাজ করছে আমাদের ভালো রাখার জন্য। হ্যা ওরা নার্স যার বাংলা অর্থ ওরা সেবিকা।ওদের করো ডিউটি সকালে করো বা রাতে। বাড়ি থেকে যখন ওরা বের ওদের ফিরে আসার অপেক্ষায় ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে ওদের পরিবারের ছোট্ট শিশুটা। ওদের স্বামী বেরনোর সময় ওদের বলে সাবধানে যেও। আর ওদের বাবা মা তারা তো সব সময় ঠাকুরকে বলে আমার মেয়েটা যেন সুস্থ্য থাকে ঠাকুর।
আর ওরা? হ্যা ওরা চায় আমরা ভালো থাকি তাইতো এই করোনা আবহে পিপি কিট পরে সারা দিন এই গরমে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ড ছুটে বেরায় রুগীকে সেবা করার জন্য। আর এই কাজ করতে গিয়ে ওরাও করোনা আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আর রেখে গেছে মায়ের অপেক্ষায় বসে থাকা সেই ছেলেটাকে, বা সাবধানে যেও বলা স্বামীকে। আর রেখে গেছে দিনরাত ঠাকুরঘরে পরে থাকা বৃদ্ধ মা বাবাকে। এত কিছুর পরেও ওরা লক্ষ্যে অবিচল। হাসপাতালে ঢুকে যখন ডাক্তারবাবু ডাক দেন সিস্টার অমুক বেডের পেশেন্টের ক্যাথিড্রাল পরাতে হবে বা ওমুক রুগীর ওটি রেডি করতে হবে ওরা এক কথায় রাজী। এতকিছুর পরেও ওরা যখন সামান্য একটু ভুল করে ফেলে তখন আমাদের সব আক্রোশ গিয়ে পরে ওদের ওপর।
কিন্তু কখনো ভেবে দেখেছি ওরাও মানুষ ওরা দিনরাত এক করে পরিবার ছেড়ে শুধু আমাদের জন্য হাসপাতালে পরে আছে আর আমরা কি দিতে পারি ওদের শুধু বদনাম ছাড়া।
ওদের কি একটু ভালোবাসা যায় ওদের মন আছে ওরাও কাউকে ভালোবাসতে পারে ওরাও আমাদের মতো কারো প্রেমিকা হয়ে উঠতে পারে একটু ভালোবাসা দিয়ে দেখুন না কথা দিচ্ছি ওরা তার দ্বিগুন ভালোবাসা দেবে।
সব শেষে এটাই বলার এই করোনা আবহে এমন বন্ধু আর কে আছে তোমার মতো সিস্টার।ভালো থেকো সকল সিস্টাররা।
আর নিজের ও পরিবারের দিকে একটু খেয়াল রেখো। বিশ্ব নার্সদিবসে তোমাদের সেলাম সংবাদ শিরোনামের তরফ থেকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন