শ্রমজীবী মানুষের বন্ধু কমিউনিস্ট নেতা সুকুমার ঘোষ এর জন্মশতবর্ষ :
শ্রমজীবী মানুষের বন্ধু কমিউনিস্ট নেতা সুকুমার ঘোষ এর জন্মশতবর্ষ শুরু হলো আজ থেকে I ১৯২০ সালের ৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং মৃত্যু হয় ২৬ শে আগস্ট ১৯৫৫ সালে l সুকুমার ঘোষ এর নামাঙ্কিত সিপিআই(এম )বেলঘড়িয়া এরিয়া কমিটি পার্টি অফিস ৬৪ ফিডার রোড l আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিতাই গোস্বামী l
প্রধান বক্তব্য হিসাবে উদ্বোধক গৌতম দেব l তিনি ফোনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন l কারণ উনি অসুস্থ থাকার জন্য আসার ইচ্ছা থাকলেও ডাক্তারের অনুমতি না পাওয়ায় আজকের এই অনুষ্ঠানে আসতে পারেননি l তাই ফোনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন l সুকুমার ঘোষ এর আবক্ষ মূর্তির উদ্বোধন করেন গৌতম দেব l
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম )রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য পলাশ দাশ , সি আই টি ইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ও সিপিআই(এম )রাজ্য কমিটির সদস্য কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মানস মুখার্জি , উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিপিআই(এম )
উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্য ,সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটি অন্যতম সদস্য বেলঘড়িয়া এরিয়া কমিটির সম্পাদক ঝন্টু মজুমদার এবং উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি সহ সিপিএমের কর্মী-সমর্থকরা l সুকুমার ঘোষ এর আবক্ষ
মূর্তি উন্মোচনের পর তার প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচী হয় এবং তারপরেই সভার কাজ শুরু হয় I
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন