দিন-দুপুরে বাড়ির খুব কাছেই গুলিবিদ্ধ হলেন ইছাপুর মায়া পল্লীর বাসিন্দারা গোবিন্দ দাস ওরফে নেপাল :

দিন-দুপুরে বাড়ির খুব কাছেই গুলিবিদ্ধ হলেন ইছাপুর মায়া পল্লীর বাসিন্দারা গোবিন্দ দাস ওরফে নেপাল।  মায়া পল্লী এলাকার নেপাল এবং গোপাল এই দুই ভাই এলাকার খুবই জনপ্রিয় । বহুবার বহু কেসে জেল খেটেছেন। পরবর্তীকালে গোপালের মৃত্যুর পর তার স্ত্রী নির্দল কাউন্সিলর হিসেবে এলাকার থেকে জয়লাভ করে এবং পরে তৃণমূল দলে যোগদান করে। যদিও নেপাল অবশ্য কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। তাকে কে বা কারা গুলি করলো তা খতিয়ে দেখছে নোয়াপাড়া থানা পুলিশ।সূত্রের খবর নেপালের মাথার কাছে গুলি লেগেছে, প্রথমে তাকে ব্যারাকপুর বি এন বোস মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এই মুহূর্তে নেপাল কে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।তৃণমূল নেতা বিকাশ বসু হত্যাকাণ্ড সহ বহু খুন , সাট্টা জুযা কেসের অপরাধী ইছাপুর মায়াপল্লীর নেপাল দাস। তাকে বুধবার দুপুরে মায়াপল্লী  শনি মন্দিরের কাছে মাথায় হেলমেট মুখে মাক্স পরা অবস্থায় দুজন মোটর বাইকে চেপে আসে। পর পর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলি নেপালের কান ঘেষে চলে গেলেও তার পায়ে ও  কোমরে আঘাত করে। তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে কলকাতার বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নেপাল দুর্ধর্ষ অপরাধী হলেও ইদানিং সমাজের মুল স্রোতে ফেরার চেষ্টা করছিল। আমফান এবং করোনার সময় দুস্থ মানুসের পাশে দাঁড়িয়েছিল খাদ্য বস্ত্র নিয়ে। পুরানো কোনো আক্রোশের কারণেই তাঁকে খুনের চেষ্টা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**