বেলঘড়িয়া বিশু দাস শ্রমজীবি ক্যান্টিন ১৫০ দিনে পা দিল আজ :
বিশু দাস শ্রমজীবি ক্যান্টিনের ১৫০ দিনে পা দিল আজ l এই ১৫০দিনে স্মরণীয় করে রাখতে বিটি রোড রথ তলা মোড় থেকে মিছিল করে ৬৪ নম্বর ফিডার রোড পার্টি অফিসের সামনে l এই মিছিলে উপস্থিত ছিলেন মৃণাল চক্রবর্তী সিপিআই(এম )উত্তর জেলা কমিটির সম্পাদক এবং সিপিআই(এম) রাজ্য কমিটি সম্পাদক মন্ডলীর সদস্য সুভাষ মুখার্জি সি আই টি ইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি এবং সিপিআই(এম )রাজ্য কমিটির সদস্য কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিপিআই(এম) উত্তর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মানস মুখার্জি ও তন্ময় ভট্টাচার্য উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও ঝন্টু মজুমদার সিপিআইএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য এবং বেলঘড়িয়া এরিয়া কমিটির সম্পাদক আজ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন l এই অনুষ্ঠানে উপস্থিত ছিল সিপিআই(এম )পলিটব্যুরোর সদস্য এবং প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম l মিছিলের শেষে সভামঞ্চ সেলিম বলেন তৃণমূল সরকার দুয়ারে দুয়ারে কর্মসূচি করতে গিয়ে কোটা রাজ্যকে তালাবন্দি করে ফেলেছে l যখন ২১ জন সাংসদ কৃষি বিল নিয়ে নীরব ছিল আজ তিনি কৃষকের ওপর দরদী হয়ে ওঠেন l এছাড়া তিনি আরো বলেন এই সরকার সারোদা নারোদা নিয়ে ব্যস্ত l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন