দিল্লিতে কৃষক আন্দোলনের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে বেলঘড়িয়া বামেদের বিক্ষোভ :

কৃষি বিলের বিরুদ্ধে সারা দেশব্যাপী যে আন্দোলন গড়ে তুলেছে কৃষক সংগঠন l তাদের ডাকে দিল্লি অভিযানে কৃষক আন্দোলনের উপরে বিজেপি সরকার পুলিশ আক্রমণ করেছে l কৃষকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সিপিআই(এম )বেলঘড়িয়া এরিয়া কমিটির পক্ষ থেকে আজ সকালে বেলঘড়িয়ার বিভিন্ন জনবহুল জায়গায় মিছিল করে প্রচার অভিযান সংগঠিত করা হয় সিপিআইএমের পক্ষ থেকে l 
বেলঘড়িয়া স্টেশন অফিস টাইমে দৈনন্দিন অফিস যাত্রীদের মধ্যে সেই আন্দোলনের বার্তা পৌঁছে দিতেই বেলঘড়িয়া স্টেশন চত্বরে সিপিআই(এম )এরিয়া কমিটি পক্ষ থেকে প্রচার অভিযান চলছে l এই প্রচার অভিযান উপস্থিত ছিলেন  সিপিআই(এম) উ: ২৪ পরগনা জেলা কমিটির সদস্য এবং এরিয়া কমিটির সম্পাদক ঝন্টু মজুমদার l রেলওয়ে হকার্স ইউনিয়নের রাজ্যের নেতৃত্ব রঞ্জিত সরকার, সুব্রত চ্যাটার্জী এবং স্বপন সরকার সহ ছাত্র-যুব সিপিআইএমের কর্মী-সমর্থকরা এই প্রচার অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করেন l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**