দেশজুড়ে কৃষি বিল এর বিরুদ্ধে আন্দোলন :
দেশজুড়ে কৃষি বিল এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে l সেই আন্দোলনের কৃষকদের পক্ষ থেকে দিল্লি অভিযান দিল্লিতে ঢোকার আগে দিল্লি পুলিশের পক্ষ থেকে কৃষকদের মিছিল কে আটকে দেওয়া হয় l এই কৃষকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং শ্রমিকদের বিরুদ্ধে ও দেশীয় সম্পদ বিক্রি করে দেয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জনমত গঠন করতে পানিহাটি সিপিআই(এম) এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আজ সন্ধ্যায় আগরপাড়া তেতুলতলা বাস স্ট্যান্ড থেকে কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মিছিল শুরু হয় l এই মিছিল চলে বি টি রোড ধরে সোদপুর টাফিক মোড় হয়ে সোদপুর স্টেশন রোড হয়ে সোদপুর ব্রিজের কাছে গিয়ে এই মিছিল শেষ হয় l এই মিছিল শেষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় l এই মিছিলে উপস্থিত ছিলেন এবং এই সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী l সিপিআই( এম ) উ:২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য এবং সিপিআই(এম )পানিহাটি এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক অদ্বৈত পাল সহ ছাত্র যুব মহিলা এবং সিপিআইএমের কর্মী-সমর্থকরা এই মিছিলে পা মেলান l একই সাথে একই দাবিতে বেলঘড়িয়া ও টেক্সমাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে কৃষকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয় মিছিল সংঘটিত হয় l টেক্সমাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির অফিস থেকে এই মিছিল শুরু হয় দেশপ্রিয় নগরের বিভিন্ন অঞ্চল এই মিছিল পরিক্রমা করে এরিয়া কমিটির অফিসের সামনে শেষ হয় l এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম )উ:২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য প্রদীপ মজুমদার , রতন ভট্টাচার্য্য , শ্রমিক নেতা সুবীর ভট্টাচার্য সহ ছাত্র- যুব মহিলা শ্রমিকসহ কর্মী-সমর্থকেরা এই মিছিলে পা মেলান l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন