এস এফ আই এর ৫০ বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবির :

আজ এস এফ আই এর ৫০ বছর এর পূর্তি উপলক্ষে উত্তর ২৪ পরগনা জেলা কমিটির উপলক্ষে
খড়দার পশ্চিমপাড়ায় এক রক্তদান শিবির এর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন, বামফ্রন্টের চেয়ারম্যান ও সি পি আই এম পলিটব্যুরোর সদস্য বিমান বসু, তড়িৎ বরণ তপদার,মানস মুখার্জী, নেপাল দেব ভট্টাচার্য ছাড়াও আরো এস এফ আই কর্মী সমর্থকরা।


সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকালকের হালিশহরে ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিমান বসু বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা যে পুলিশের হাতে থাকা উচিত সেটা তো হচ্ছে না, সমস্ত কিছু গণতান্ত্রিক ও আইন-শৃঙ্খলা সবটাই পরিচালিত হচ্ছে তৃণমূলের দ্বারা সেই কারণেই রাজ্যে রাজনৈতিক হিংসার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 


এছাড়াও সুদীপ্ত সেনের চিঠিতে বিমান বসুর নাম থাকা প্রসঙ্গে তিনি বলেন, ওতে আমার কিছু যায় আসে না, ওটা  সুদীপ্ত সেনের লেখা না তৃণমূলের লেখা সেটা সিবিআই বার করুক আমার কিছু যায় আসেনা, চিরদিনই এই বিষয়ে আইনের পথে যাবেন কিভাবে প্রশ্ন করলে তিনি বলেন,  আমি আইনের পথে যাব কেন? যারা জোচ্চুরি করেছে তারা আইনের পথে যাবে, আমি যাবনা,  আমার এই বিষয়ে আইনের পথে যেতে বয়েই গেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**