বেলঘরিয়া রথতলায় শ্রীশ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের প্রতিষ্টা দিবস ও বাৎসরিক পূজা :
বেলঘরিয়া রথতলায় শ্রীশ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের প্রতিষ্টা দিবস ও বাৎসরিক পূজা অনুষ্ঠিত হল গত ২৭ শে নভেম্বর থেকে ৩০ শে নভেম্বর পর্যন্ত।পূজা,হোমযজ্ঞ, সংকীর্তন,ভাগবত পাঠ,সাধু ভান্ডারা ও নানান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানের বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়,প্রাক্তন মন্ত্রী মদন মিত্র,প্রশাসক প্রধান গোপাল সাহা ও অন্যান্য অনেক অতিথিবৃন্দ। প্রধান পৃষ্ঠপোষক সোমনাথ রায়চৌধুরী (বাবু) বলেন 'এই পূর্ণলগ্নে প্রতিষ্ঠিত হোক শান্তি ও মিলনের বার্তা।
এবং তিনি জানান এই মন্দিরের উন্নতির লক্ষ্যে সকলকে আহ্বান জানান। প্রায় চল্লিশ হাজার লোক ও ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন রথতলা পরিষেবা এবং রথতলা ফ্রেন্ডস অফ সোসাইটি। অনুষ্ঠানটি কামারহাটি বিধানসভা অঞ্চলে তথা ব্যারাকপুর অঞ্চলে বিশাল উদ্দীপনা দেখা দেয় ভক্তদের মধ্যে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন