২০২১ বিধানসভা ভোটকে মাথায় রেখে ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টীর সাংবাদিক সন্মেলন l
সামনে বিধানসভা ভোট তাই বড় দল গুলির পাশাপাশি ছোট দল গুলি নিজেদের ঘর গোছাতে তৎপর হয়ে উঠেছে। তাই আজ তথাকথিত ছোট ও নতুন দল ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টী বা বিএনআরপি কলকাতায় এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টীর সর্বভারতীয় সভাপতি ডাঃ মেহবুব সাকীর,মহিলা সভানেত্রী স্বর্নলতা সরকার (রাখি) ও রাজারহাট গোপালপুর ও চাকদার কনভেনর বিধানঘোষ ও চন্দন দত্ত মহাশয়।
অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সর্ব ভারতীয় সভাপতি ডাঃ সাকীর বলেন তাদের আন্দোলন কেন্দ্র ও রাজ্য উভয়ের বিরুদ্ধে কারন এই দুই সরকার প্রতিটা সময় মানুষকে শোষণ করে আসছে। যদি বিএনআরপি বাংলায় ক্ষমতায় আসে সেদিন মুক্তির সূর্য পূর্ব আকাশে উঠবে।
অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন এবং আগামী ভোটে ২৯৪আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এন্টালী বিধানসভার বিএনআরপি কনভেনর স্বর্নলতা সরকার বলেন তার বিধানসভা কেন্দ্রের অনুন্নয়নকে তিনি আগামী ভোটে প্রচারের হাতিয়ার করবেন।
তাছাড়া বাকি দুই কনভেনর বিধান ঘোষ ও চন্দন দত্ত বলেন তারা তাদের এলাকায় দলীয় সংগঠনকে মজবুত করতে এখন থেকে দলের প্রচারে নেমে পড়বেন
প্রতিটা বিধানসভায় কেন্দ্রে ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টী ভালো ফল করবে বলে দলীয় নেতৃত্বের আশা।
কলকাতা থেকে সুমন্ত দাসের রিপোর্ট
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন