পানিহাটিতে অভিনব ভাবে পালিত হল ছট পুজো :




আজ ছট পুজো ছট মাইয়া ছট মাইয়া কা পুজো l সারাদেশ এবং আমাদের রাজ্য ভক্তির সাথে পালন করা হচ্ছে l কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট আদেশ দেয় কোন বাজি ফাটানো যাবে না কোথাও একসাথে জমায়েত করা যাবে না l কলকাতার সুভাষ সরোবর রবীন্দ্র সরোবরে এই উৎসব পালন করা যাবে না l এই উৎসব পালন করতে হয় পুজো করতে হয় গঙ্গার পাশে অথবা জলের পাশে পুকুর বা বড় ঝিল বা বড় সরোবরের কাছে সূর্য পুজো  করতে হয় l সে কারণেই এই হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের আদেশ মেনে হাওড়া এবং কলকাতার বিভিন্ন জায়গায় কৃত্রিম জলাধার নির্মাণ করে এই পুজো ব্যবস্থা করা হচ্ছে l ঠিক সেরকমই পুজোর ব্যবস্থা করা হলো পানিহাটির ১৩ নম্বর ওয়ার্ডের গোকুলনগর ঐক্য সম্মিলনী ক্লাবের মাঠে l 


এই মাঠের মধ্যেই মাটি কেটে প্লাস্টিক দিয়ে কৃত্রিমভাবে জলাধার নির্মাণ করা হয় l সেই জলাধারের সামনেই প্রায় চল্লিশটির উপরেই পরিবার ছট পুজো পালন করল l এলাকার মানুষ জানান কোর্টের আদেশ মেনে আমরা আমাদের এলাকায় জলাধার নির্মাণ করে এই পুজোর ব্যবস্থা করেছি এবং এর সাথে সাথে যে করোনা ভাইরাস এর জন্য স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা এই পুজো করছি l আমরা গঙ্গার ঘাটে ও যায়নি l উচ্চতর আদালত যে রায় দিয়েছে বেশি লোক জমায়েত করা যাবে না একসাথে বেশি মানুষ যাওয়া যাবে না l সে কারণেই আমরা আমাদের অঞ্চলে এই ভাবেই পুজোর ব্যবস্থা করে আনন্দ উৎসব পালন করছি l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**