পানিহাটিতে অভিনব ভাবে পালিত হল ছট পুজো :
এই মাঠের মধ্যেই মাটি কেটে প্লাস্টিক দিয়ে কৃত্রিমভাবে জলাধার নির্মাণ করা হয় l সেই জলাধারের সামনেই প্রায় চল্লিশটির উপরেই পরিবার ছট পুজো পালন করল l এলাকার মানুষ জানান কোর্টের আদেশ মেনে আমরা আমাদের এলাকায় জলাধার নির্মাণ করে এই পুজোর ব্যবস্থা করেছি এবং এর সাথে সাথে যে করোনা ভাইরাস এর জন্য স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা এই পুজো করছি l আমরা গঙ্গার ঘাটে ও যায়নি l উচ্চতর আদালত যে রায় দিয়েছে বেশি লোক জমায়েত করা যাবে না একসাথে বেশি মানুষ যাওয়া যাবে না l সে কারণেই আমরা আমাদের অঞ্চলে এই ভাবেই পুজোর ব্যবস্থা করে আনন্দ উৎসব পালন করছি l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন