আগামী ২৬ শে নভেম্বর ৭ দফা দাবিতে কেন্দ্রীয় সমস্ত ট্রেড ইউনিয়ন গুলির ডাকে সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে ডানলপ মরে নাগরিক গন কনভেনশন অনুষ্ঠিত হলো :
বরানগর ,বলরাম বোস : আগামী ২৬ শে নভেম্বর দেশের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সমস্ত গণ সংগঠনগুলির ডাকে সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে বরানগর বিধানসভা কেন্দ্রের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সহ সমস্ত গণ সংগঠনগুলো মিলিতভাবে বরানগর ডানলপ মরে নাগরিক গণ কনভেনশন অনুষ্ঠিত হয় l এই গন কনভেনশনে সভাপতি মন্ডলী গঠন হয় l ৫ জনকে নিয়ে সভাপতিমণ্ডলী তৈরি হয় l এই সভাপতিমণ্ডলীতে ছিলেন শংকর বসু ,আব্বাস আলী ,অশোক রায় ,তপন চক্রবর্তী ও সুধাংশু মন্ডল এই গন কনভেনশনের সভাপতিমন্ডলীর পক্ষ থেকে শংকর বসু প্রস্তাব রাখেন l এই গন কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিআই(এম) উ: ২৪ পরগনা জেলা কমিটির তিন সদস্য অশোক ভট্টাচার্য্য ,কিশোর গাঙ্গুলী ও শানু রায় l এই গন কনভেনশনের বক্তাদের বক্তব্যের মধ্যে দিয়ে উঠে আসে এই ধর্মঘট শুধু ছুটি কাটানোর ধর্মঘট নয় এই ধর্মঘট দেশ এবং শ্রমজীবী মানুষকে রক্ষা করার ধর্মঘট l রাষ্ট্রয়ত্ত সংস্থাগুলোকে বেসরকারিকরণ করা, জীবন বীমা ,রেল ,কয়লা, খনি স্বদেশের স্বাধীনতা এবং গণতন্ত্র সার্বভৌমত্বকে রক্ষা করা lএই লড়াই তাই এই লড়াইয়ের বার্তা প্রত্যেকটি মানুষের কাছে পৌছিয়ে দেওয়া এবং ধর্মঘটের দিন সকাল থেকে সামনের সারিতে থেকে রাস্তায় নেমে এই ধর্মঘট সফল করতে হবে l এই ধর্মঘট ভাঙার জন্য যদি তৃণমূলের পুলিশ প্রশাসন এবং তৃণমূল কর্মীরা রাস্তায় নামে তবে তার মধ্যে দিয়ে আরেকবার প্রমান হবে দিদি এবং দাদার যে গোপন সমঝোতা l সে দিনই প্রকাশ্যে আসবে কারণ এই ধর্মঘট রাজ্যের বিষয় না সবটাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই l লকডাউন এর সময় পরিযায়ী শ্রমিকদের যে দুর্দশা তার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার l করোনা মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ l এই কথাগুলো সাধারন মানুষের মধ্যে পৌঁছে দিয়েই এই ধর্মঘট কে সফল করতে হবে l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন