*শ্লীলতাহানি প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত গৃহবধূর ভাই*

কামারহাটি , বলরাম বোস : উ:২৪ পরগনার কামড়হাটিতে বি টি রোডের ওপর গৃহবধু ও তার বোনের শ্লীলতাহানি  প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত গৃহবধূর ভাই l অভিযোগ গতকাল রাতে গৃহবধু ও তার বোন ও ভাই ও পরিবারের লোক ৩ তে বাইকে করে কলকাতা বাপের বাড়ি থেকে খড়দহের শশুর বাড়ি   ফিরছিলো l বেলঘরিয়া পেরোতেই একটি বাইকে করে তিনজন যুবক ওই গৃহবধুর স্কুটির পিছু নেয় l এরপর কামারহাটি মোর পেরোতেই এই স্কুটির সামনে এসে দাঁড়ায় ওই তিন যুবক আটকে l ওই গৃহবধুর স্কুটি আটকায় তাদের গায়ে হাত দেয় l কুরুচিকর মন্তব্য করতে থাকে l এরপর গৃহবধুর ভাই এসে এর প্রতিবাদ করলে তাকে মারধর চালায় অভিযোগ দুষ্কৃতীরা l একটি  ছুরি বার করে ভয় দেখাতে থাকে l পুলিশের গাড়ি দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তিনজন l একজন কে কোনরকম ধরে রাখে তারা l এরপর খড়দহ থানার হাতে তুলে দেওয়া হয় l খড়দহ  থানায় লিখিত অভিযোগ হয় l পুলিশ এজনকে গ্রেপ্তার করেছে l আরো দুজনের খোঁজ চালাচ্ছে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**