**পানিহাটিতে যৌথ ট্রেড ইউনিয়ন গুলোর ডাকে গন কনভেনশন এর মাধ্যমে সাধারণ মানুষকে ধর্মঘট সফল করার জন্য আহ্বান জানালেন*


পানিহাটি,নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলোর ডাকে আগামী ২৬ শে নভেম্বর সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে l সেই ধর্মঘট কে সফল করতে পানিহাটি পূর্ব দিকের সমস্ত ট্রেড ইউনিয়নগুলোর ডাকে গন কনভেনশন করা হয় l  সিপিআই(এম )পানিহাটি দু'নম্বর এরিয়া কমিটির অফিসের হল ঘরে এই কনভেনশন অনুষ্ঠিত হয় l কনভেনশনে চার জনকে নিয়ে সভাপতিমণ্ডলীর গঠন করা হয় l সভাপতিমণ্ডলীতে ছিলেন শিবরাম রায় ,তপন চ্যাটার্জি, চন্দন ওঝা ও অজয় দাস l 
এই কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিআই(এম )উ: ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য শুভব্রত চক্রবর্তী ও সিপিআই(এম )উ: ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য l প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সি আই টি ইউ উ: ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদিকা সিপিআই(এম )পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য গার্গী চ্যাটার্জী lএই কনভেনশনে বক্তব্য রাখেন পানিহাটি বামফ্রন্টের আহবায়ক দুলাল চক্রবর্তী l  তার বক্তব্যে বলেন শুধু ট্রেড ইউনিয়নের উপরে এই ধর্মঘট কে ছেড়ে দিলে হবে না l এই ধর্মঘট কে সফল করতে সমস্ত সিপিআই(এম )পার্টির কর্মী সমর্থকদের কে ঐক্যবদ্ধভাবে  এই লড়াইয়ের মধ্যে দিয়ে সফলতা আনতে হবে l এই ধর্মঘট কে শুধু ধর্মঘট হিসেবে দেখলে হবেনা l এই ধর্মঘট একটি রাজনৈতিক লড়াইয়ে শ্রমজীবি মানুষ কে বাঁচানো এবং রক্ষা করা লড়াই l তাই ধর্মঘটের দিন রাস্তা অবরোধ ট্রেন অবরোধ করতে হবে l এবং তার সাথে সাথে বন্ধের পরে ঘরে চলে গেলে হবে না l সকল কর্মীদের সেই দিন কার পরবর্তী যে প্রতিক্রিয়া প্রয়োজনে সেই কর্মসূচিও গ্রহণ করতে হতে পারে l তাই সকল কেই শেষ অব্দি এই ধর্মঘটের দিন তৈরি থাকতে হবে l গার্গী চ্যাটার্জী তার বক্তব্য বলেন দেশ এবং রাজ্য দুটোই সংকটের মধ্যে l এই করোনা ভাইরাস এ লকডাউনের মধ্যে কয়েক ঘণ্টার মধ্যে সাতখানা বিল পাস করিয়ে নেওয়া রাষ্ট্রয়ত্ত শিল্পকে বেসরকারিকরণ করা রেল বিক্রি করে দেওয়া এলআইসি কোল ইন্ডিয়া সহ সামরিক দপ্তর এর অর্ডিন্যান্স ফ্যাক্টরি গান শেল ফ্যাক্টরি বিক্রি করে দেওয়া এর বিরুদ্ধে এই ধর্মঘট l কালা শ্রমো আইন ও কৃষি বিরোধী বিল এর বিরুদ্ধে এই ধর্মঘট l
তাই সমস্ত মানুষকে একত্রিত করতে হবে l প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝাতে হবে l কেন এই সময়ে এই বনধ l অত্যাধিক জিনিসপত্রের দাম বাড়ছে মানুষ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে l পরিযায়ী শ্রমিক আজ দিশেহারা দিদি এবং মোদি দুজনেই সমান তাই দিদি এবং মোদিকে দিল্লি থেকে এবং রাজ্য থেকে আগামী বিধানসভা নির্বাচনে পরাস্ত করতে হবে না l পরাস্ত করতে না  পারলে দেশের স্বাধীনতা গণতন্ত্র এবং সার্বভৌমত্ব নষ্ট হবে হয়ে যাবে l এই ধর্মঘটের মধ্যে দিয়ে দিদিকে প্রমাণ করতে হবে দিদি বিজেপি মোদি সরকারের বিরুদ্ধে কিনা l ধর্মঘটের দিন রাজ্য সরকার যদি পুলিশ নামায় এই বন্ধ ব্যর্থ করতে l

 তবে আমাদের কে পথে নেমে এই বন্ধকে পুলিশের বিরুদ্ধে লড়াই করেই সফল করতে হবে l মার খাই লাঠির খাই রাস্তাতে আমরা থাকবো l কারণ এই ধর্মঘট সাধারণ খেটে খাওয়া মানুষের স্বার্থে এই বন্ধ l তাই আমাদেরকে সকাল থেকেই রাস্তায় নামতে হবে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**