২৬ শে নভেম্বর সারা ভারত ধর্মঘটের সমর্থনে ব্যারাকপুরে সমস্ত ট্রেড ইউনিয়ন সম্মিলিতভাবে গন কনভেনশনের ডাক দেয় :
ব্যারাকপুর , বলরাম বোস : কেন্দ্রীয় সমস্ত ট্রেড ইউনিয়ন গুলোর সম্মিলিত ভাবে আগামী ২৬ শে নভেম্বর সারা ভারত ধর্মঘটের ডাক দেওয়া হয় l তার সমর্থনে CITU উত্তর ২৪ পরগনা জেলা কমিটির উদ্যোগে উত্তর
২৪ পরগনা জেলার সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলোর সম্মিলিত ভাবে আজ সকালে ব্যারাকপুর স্টেশন চত্বরে গন কনভেনশনের ডাক দেওয়া হয় l এই গন কনভেনশনের সভাপতিত্ব করেন বি সি এম ইউ রাজ্যের নেতৃত্ব রাম প্রসাদ কুন্ডু l এই গন কনভেনশনের প্রধান বক্তা ছিলেন সি পি আই (এম )কেন্দ্রীয় কমিটির সদস্য বিধানসভায় বাম বিরোধী দলনেতা সুজন চক্রবর্তী l বক্তব্য রাখেন CITU উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চ্যাটার্জী l সি পি আই (এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম নেতৃত্ব আহমেদ খান l
আই সি সি টি ইউ জেলা সম্পাদক নবেন্দু দাস গুপ্ত l এ আই ইউ টি সি নেতা প্রদীপ চৌধুরী l এ আই টি ইউ সি নেতা রবীন্দ্র প্রসাদ ,ফরওয়ার্ড ব্লকের জেলা নেতৃত্ব এবং প্রাক্তন বিধায়ক হরিপদ বিশ্বাস, বি সিএম ইউ রাজ্যের নেতৃত্ব এবং প্রাক্তন ব্যারাকপুরের সি পি আই (এম ) সাংসদ তড়িৎ বরণ তপদার এবং উপস্থিত ছিলেন সি পি আই(এম )পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ও সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি নেপাল দেব ভট্টাচার্য l সুজন চক্রবর্তী বলেন অবিলম্বে রাজ্যের মানুষের স্বার্থে লোকাল ট্রেন স্বাস্থ্যবিধি মেনে চালু করতে হবে l যেখানে মেট্রো রেল এবং বাস সবকিছু চলছে তবে কেন লোকাল ট্রেন চলবে না l লোকাল ট্রেন চালু করা এবং প্লাটফর্মে হকারদের উচ্ছেদ করা যাবে না l তার সাথে সাথে ট্রেনে যে সমস্ত মানুষ হকারি করে জীবন-জীবিকা রক্ষা করে তাদেরকে ট্রেনে হকারী করার ব্যবস্থা করতে হবে l এর সাথে আরও বলেন আমরা বিধানসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা আবদুল মান্নান কে সাথে নিয়ে বলেছিলাম অবিলম্বে রাজ্য বিধানসভায় কৃষি বিল আনা হোক কিন্তু তার কোনো উদ্যোগ গ্রহণ করেনি
রাজ্য সরকার কৃষি বিলের বিরোধিতা করে l এবং কালা শ্রম আইন বাতিল করার কেন্দ্রীয় সরকারি সংস্থাকে বেসরকারিকরণ করে দেওয়া অর্ডিন্যান্স ফ্যাক্টরি ,গান শেল ফ্যাক্টরি, কয়লা খনি বর্তমান বিজেপি সরকার যেভাবে এই করোনা আবহে মধ্যে বেসরকারিকরণ করে ফেলছে এর বিরুদ্ধে মানুষের কাছে আমাদের কথা পৌঁছে দিতে হবে l ধর্মঘট সফলতার মধ্যে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিতে হবে l
এই কনভেনশন এই ধর্মঘট সফলতা দাবি নিয়ে কনভেনশনে উপস্থিত সমস্ত কর্মী নেতৃত্ব কে ময়দানে নামতে হবে এবং তার মধ্যে দিয়েই ২৬ তারিখের বন্ধকে সফল করতে হবে l রাজ্যে ও কেন্দ্রে দুই সরকারকে সরাতে হবে নইলে সাধারণ মানুষ আরো বিপদের মুখে পড়বে l দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব ধ্বংসের পথে যাবে সে কারণেই সমস্ত কর্মী-সমর্থকদের কে এখন থেকেই পথে নেমে এর প্রচার প্রপাগান্ডা বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন