Golden Tulip নববর্ষে নিয়ে এলো মহাভোজ থালি :

বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তার মধ্যেই অন্যতম পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ। নতুন বঙ্গাব্দকে আবাহন করার দিন। তাই স্বাভাবিকভাবেই এই দিনটির সঙ্গে বাঙালির আবেগ, ভাবনা ও উচ্ছ্বাস জড়িয়ে। আর পয়লা বৈশাখ মানেই মাছে ভাতে বাঙালি পঞ্চব্যঞ্জন খাবার।  সাথে সেলিব্রেশন। মাত্র ১৪২৫ টাকায় রয়েছে রকমারি ওয়েলকাম ড্রিংসের সাথে নানা রকম ননভেজ আইটেম । মেইন কোর্সে আইটেমের মধ্যে রয়েছে মোচার চিংড়ি পাতুরি, স্বাদে ঠাসা ভেটকি ভাজা,  আম রসে ভরা কষা মুরগি,  ক্লাসিক মাটন রোগান জুস,পনির ইন হট গার্লিক, মুচমুচে ঝুড়ি আলুভাজা, ফুলকো লুচি, ডাল রাই বাহাদুর আরো নানারকম খাবার থাকবে এক থালিতে। সাথে আনলিমিটেড বুফে ব্যবস্থা থাকবে এবছর পয়লা বৈশাখ উপলক্ষে। কলকাতার একটি অন্যতম স্বনামধন্য পাঁচ তারা হোটেল গোল্ডেন টিউলিপ নিয়ে এসেছে পয়লা বৈশাখ উপলক্ষে মহাভোজ থালি। বাঙালির পঞ্চব্যঞ্জন খাবারের নানা রেসিপি নিয়ে একেবারে সুস্বাদু আর সুস্বাস্থ্যকর উপস্থাপনা থাকছে আগামী ১৪ই এপ্রিল। মাত্র ৯৫৫ টাকার আমিষ থালিতে মিলবে টপসে ফ্রাই , লাসনি চিকেন টিক্কা, স্বাদে ঠাসা ভেটকি ভাজা, আম রসে ভরা কষা মুরগি, কষে কষা কাশি খাসা, সুক্তনী, ভাজা মশালা আলুর দম, ধোকার ডালনা , ডাল রাই বাহাদুর, ফুলকো লুচি , মুচমুচে ঝুড়ি আলুভাজা, বাসন্তী পোলাও। সবশেষে ডিজার্টে থাকছে রসগোল্লা এবং মিষ্টি দই। তবে আমিষের পাশাপাশি নিরামিষ ভোজি বাঙ্গালীদের জন্য রয়েছে আলাদা খালির ব্যবস্থা। মাত্র ৮৫৫ টাকার নিরামিষ থালিতে একই সাথে রয়েছে মিলিমিশি ভাজা, এনক্লোর চপ, বাসন্তী পোলাও, ফুলকো লুচি, ডাল রাই বাহাদুর , গাছ পানথার ঝোল , ধোকার ডালনার বাহার, ভাজা মসলা আলুর দম , ছানার কালিয়া, শুকতনী। 
সকালের টিফিন থেকে শুরু করে মধ্যাহ্নভোজ এবং নৈশ ভোজে পেটপুরে বাঙালিয়ানা খাবারের সম্ভার নিয়ে বিশেষ অফার থাকছে গোল্ডেন টিউলিপ রেস্টুরেন্টে মহাভোজ থালীতে। খাবারের মাধ্যমে এপার বাংলার সাথে ওপার বাংলার মেলবন্ধন ঘটাতে বিশেষ কিছু খাবারের আইটেম উপস্থাপন করা হবে কাস্টমারদের জন্য। অনলাইন মাধ্যমে অগ্রিম বুকিং এ রয়েছে বিশেষ ছাড়ের সুবিধা। বিগত বছরের মত এবারেও পহেলা বৈশাখের মহা ভোজ থালির সম্ভার কাস্টমারদের মন ছুয়ে যাবে এমনটাই আশাবাদী গোল্ডেন টিউলিপ রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার সুমন্ত মাইতি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **