কলকাতায় " দ্য রেড ফাইলস " ছবি সরকারি হলে চালানোর দাবি জানালো ছবির পরিচালককিংশুক দে.......

       
গত ২৯ মার্চ শুক্রবার ব্লু বেরিয়াস 
ইন্টারটেনমেন্ট এর ব্যানারে মুক্তি 
পেয়েছে কিংশুক দে পরিচালিত ছবি "দ্য রেড ফাইলস"। এই ছবিটি শুধুমাত্র কলকাতার সিনে পলিশ ও বেহালার অজন্তা য় মুক্তি পায়। সরকারি কোনো হলে এই ছবিটা নেয়নি। এক মাত্র জেলার ৩০ টি হলে এই ছবিটা দেখানো চলছে। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই ছবির পরিচালক কিংশুক দে জানালেন আমরা সব নিয়ম মেনে সরকারি সব হলে এই ছবিটা নেবার আবেদন জানাই। কিন্তু কোনো এক অজানা কারণে আমাদের ছবিটা তারা নিতে চায়নি। অথচ অন্যদের ছবি সহজেই সেই সব হলে এক সপ্তাহ দু সপ্তাহ ধরে চলছে। আমি বা আমরা চাই যত তাড়াতাড়ি হোক এই ছবিটা কলকাতার আরো কিছু সরকারি হলে চালানো হোক। এই ছবির প্রযোজক নিলেস পারেখ বলেন আমি প্রায় ২ কোটি টাকা খরচ করে এই ছবিটা বানিয়েছি। অনেক আশা ছিলো এই ছবিটা নিয়ে। কলকাতায় যদি আরো বেশ কিছু হলে এই ছবিটা না চালানো হয় আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। 
এই "দ্য রেড ফাইলস" ছবিতে অভিনয় করেছেন মমতাজ সরকার, বিদিপ্তা চক্রবর্তী, শ্যামল 
চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার, সঞ্জীব ঘোষ, কৌশিক ভট্টাচার্য, অভিরুপ চৌধুরী সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রী।
ছবির গল্পটি একটি ধর্ষনের ঘটনা নিয়ে। সত্যি কারের ঘটনা যেটা আজ থেকে অনেক বছর আগে বানতলায় ঘটে ছিলো। এই ছবির শুটিং হয় ২০২২ সালে কলকাতায় ও বানতলায়। গত ২৯ শে মার্চ ২০২৪ শুক্রবার ছবিটা মুক্তি পেয়েছে। এই ছবির কাহিনী ও পরিচালনা কিংশুক দে। তাই আজ পরিচালক, প্রযোজক ও ছবির অভিনেতা সকলে এই শহর কলকাতার হল গুলোয় এই ছবি যাতে চলে তার আবেদন বা দাবি জানায়।

 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন সংবাদ শিরোনাম  (9239239822) 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **