সাথী সমাজ কল্যাণ সংস্থা উত্তর কলকাতার সমাজের সাথে :


আজ৭ই এপ্রিল ২০২৪ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে চক্ষু পরীক্ষা, চশমা বিতরণ,স্বাস্থ্য পরীক্ষা, সুগার পরীক্ষা,ই,সি,জি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও বস্ত বিতরণ আয়োজন করে পথের সাথী সমাজ কল্যাণ সংস্থা উত্তর কলকাতারসাথী সমাজ কল্যাণ সংস্থা উত্তর কলকাতার বিডন স্টিড মিরিন্ডা হাউজের রবীন্দ্র কানন পার্কের বিপরীতে দুদিন ব্যাপী ৬ই ও ৭ই এপ্রিল শুক্রবার,শনিবার অঙ্কন প্রতিযোগিতা এবং  রবিবার সকালে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।


এক বিরাট কর্মকাণ্ডে বিডন স্ট্রীট পথের সাথী যুগ্ম সম্পাদক হেমন্ত ঘোষ,সুদীপ ভগত,যুগ্ম সহ সম্পাদক অজয় জাসওয়াল,তপন বোস,কার্যকরী যুগ্ম সম্পাদক অজয় গুপ্তা ও সঞ্জয় পাঠক,এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার ১৮ নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতি সুনন্দা সরকার,সমাজসেবী শ্রীমতি শ্রেয়া পান্ডে,উওর কোলকাতা হাটখোলা ব্লাড ব্যাংক কর্নধার ডি-আশিষ,সিটি কেবল কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়। আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ। 
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন সংবাদ শিরোনাম যোগাযোগ নাম্বার : 9239239822

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**