বেহালা ক্যারাম ক্লাবের উদ্যোগে :

 বেহালা থানার বিপরীতে পঞ্চানন মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে ছিলেন বেহালা ক্যারাম ক্লাবের সদস্যরা। এদিন রক্তদান শিবিরে সাধারণ মানুষের পাশাপাশি দৃষ্টিহীন মহিলা ও পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান উৎসবে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জায়গার দৃষ্টিহীনরা এসেছিলেন যেমন বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, পাঁশকুড়া, বর্ধমান, হাওড়া, ও শিয়ালদা থেকে। রক্তদানের পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ফিজিওথেরাপির ব্যবস্থা ছিল সাধারণ মানুষের জন্য। বেহালা ক্যারাম ক্লাবের পক্ষ থেকে আশীষ চ্যাটার্জী বলেন আমরা শুধুমাত্র ক্যারাম টুর্নামেন্ট করি না এর পাশাপাশি সাধারণ গরিব মানুষ, প্রতিবন্ধী এদের কথা ভেবে বিভিন্ন দিক থেকে কিছু জনের সাহায্যে আমরা সমাজের উন্নয়ন মূলক কাজ করে থাকি। ক্লাবের পক্ষ থেকে এদিন একশো জন অসহায় গরিব মানুষ ও দৃষ্টিহীন ভাই বোনদের হাতে তুলে দেয়া হয় নতুন বস্ত্র। সখের বাজার লায়ন্স ব্লাড ব্যাংক এদিন প্রায় একশো পঞ্চাশ জন রক্তদাতার রক্ত সংগ্রহ করলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **