স্বর্ণদ্বীপ চ‍্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ক‍্যানিং তালদিতে এক টাকার পাঠশালাঃ




সমাজে  পিছিয়ে  পড়া শ্রেনীর শিশুদের  সঠিক  ভাবে শিক্ষার পাঠ দিতে  সেচ্ছাসেবী সংস্থা স্বর্ণদ্বীপ চ‍্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে দঃ ২৪পরগনার ক‍্যানিং মহকুমা তালদিতে  এক অভিনব পাঠশালা গড়ে উঠেছে যার নাম এক  টাকার পাঠশালা।  স্বর্ণদ্বীপের সদস‍্য শ্রীকান্ত বধূক জানান  তালদি এলাকায় পিছিয়ে পড়া পরিবারগুলির শিশুদের  যাতে শিক্ষার সঠিক মূল‍্যায়ন হয় সেই জন‍্য তার এমন উদ্যোগ। এই পাঠশালায় শিশুদের  অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা  দ্বারা পড়ানো হবে মাসিক এক টাকা মূল‍্যের বিনিময়ে।  এই পাঠশালা উদ্বোধনের পর থেকে তালদি এলাকার প্রচুর শিশু  পাঠ নিতে এই পাঠশালায় আসছেন বলেও  জানান শ্রীকান্ত বাবু। আগামী দিনে তাদের এই উদ্যোগ  তালদিতে খুবই  জনপ্রিয়  হবে বলেও তার আশা। আর স্বর্ণদ্বীপের এমন উদ্যোগ  খুশী  এলাকার ছোট্ট  ছোট্ট  শিশুদের  অভিভাবকরা। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **