পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

স্বর্ণদ্বীপ চ‍্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ক‍্যানিং তালদিতে এক টাকার পাঠশালাঃ

ছবি
সমাজে  পিছিয়ে  পড়া শ্রেনীর শিশুদের  সঠিক  ভাবে শিক্ষার পাঠ দিতে  সেচ্ছাসেবী সংস্থা স্বর্ণদ্বীপ চ‍্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে দঃ ২৪পরগনার ক‍্যানিং মহকুমা তালদিতে  এক অভিনব পাঠশালা গড়ে উঠেছে যার নাম এক  টাকার পাঠশালা।  স্বর্ণদ্বীপের সদস‍্য শ্রীকান্ত বধূক জানান  তালদি এলাকায় পিছিয়ে পড়া পরিবারগুলির শিশুদের  যাতে শিক্ষার সঠিক মূল‍্যায়ন হয় সেই জন‍্য তার এমন উদ্যোগ। এই পাঠশালায় শিশুদের  অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা  দ্বারা পড়ানো হবে মাসিক এক টাকা মূল‍্যের বিনিময়ে।  এই পাঠশালা উদ্বোধনের পর থেকে তালদি এলাকার প্রচুর শিশু  পাঠ নিতে এই পাঠশালায় আসছেন বলেও  জানান শ্রীকান্ত বাবু। আগামী দিনে তাদের এই উদ্যোগ  তালদিতে খুবই  জনপ্রিয়  হবে বলেও তার আশা। আর স্বর্ণদ্বীপের এমন উদ্যোগ  খুশী  এলাকার ছোট্ট  ছোট্ট  শিশুদের  অভিভাবকরা। 

আসছে এ আর এন্টারটেইনমন্ট প্রোডাকশন হাউজের নতুন গানের অ্যালবাম

ছবি
ছোট থেকে গান গেয়ে নিজেকে প্রতিষ্ঠা করার স্বপ্ন পূরণে আদিত্য অধিকারীর পাশে এসে দাঁড়ালো a r entertainment production house । প্রকাশিত হতে চলেছে নবম শ্রেণীর পড়ুয়া আদিত্য অধিকারীর গাওয়া গানের মিউজিক অ্যালবাম। এদিন কলকাতার এক স্টুডিওতে সেই মিউজিক অ্যালবামের গানের রেকর্ডিং হয়ে গেলো। বাবা মায়ের অনুপ্রেরণায় আজ ফেসবুকে ভাইরাল হওয়া গায়ক আদিত্য অধিকারী এ আর এন্টারটেইনমন্ট প্রোডাকশন হাউজ এর মাধ্যমে ১৫টি গান গাওয়ার সুযোগ পেয়েছে।  নতুন নতুন কিছু গান নিয়ে সম্প্রতি আসছে এ আর এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউজ নিবেদিত বেশ কয়েকটি বাংলা গানের মিউজিক অ্যালবাম। যা বাচ্চা থেকে বয়স্ক । সব বয়সী শ্রোতাদের মন মাতাবে। এমনটাই আশা করছেন এ আর এন্টারটেনমেন্ট প্রডাকশন হাউজের কর্ণধার আমিনা মোল্লা ওরফে মিষ্টি।  অনলাইনের যুগে যে কোনো কিছুই খুব সহজে ভাইরাল হয়ে যায়। খুব সহজে ফেসবুকের মাধ্যমে তা পৌছে যাচ্ছে অগণিত মানুষের কাছে। রেমন্ড ভারত সেবাশ্রম এ নবম শ্রেণীর পড়ুয়া আদিত্য অধিকারী ছোট থেকে বাবার অনুপ্রেরণায় এবং আদর্শে গান গাইতে ভালোবাসা আর তারপর থেকে তার চর্চা করে। সোশ্যাল মিডিয়ায় বে...