রাখি পূর্ণিমার পূণ্য লগ্নে গনেশ পূজোর সূচনা হল বাঘাযতীন আমরা আছি ক্লাবেঃ

  
রাখি পূর্ণিমার পূর্ণ‍্য লগ্নে  বাঘাযতীন আমরা আছি ক্লাবের গনেশ পূজোর সূচনা হল খুটি পূজোর মাধ‍্যমে। এদিন এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত দৈত‍্যাপতি মহারাজ। তার হাত দিয়ে খুটি পূজোর মাধ‍্যমে গনেশ পূজোর সূচনা হয় এছাড়াও  উপস্থিত  ছিলেন স্থানীয় থানার আধিকারিক তীর্থঙ্কর দে।
 এদিন পূজোর  প্রধান পৃষ্ঠপোষক  পল্লব কান্তি ঘোষ জানান আর কদিন পর গনেশ পূজো তাই আজ খুটি পূজোর মাধ‍্যমে তার সূচনা করা হল। এদিন দৈত‍্যাপতি মহারাজ বলেন আজ এই পূর্ণ‍্য লগ্নে এই পূজোর উদ্যোগতা পল্লব ও তার সহকারীদের ডাকে বাঘাযতীন আমরা আছি ক্লাবে আসতে পেরে তিনি  খুব খুশী। তিনি আরো বলেন রাখি বন্ধনের মাধ‍্যমে আমরা যেন সমাজে সম্প্রতির মেলবন্ধন ঘটাতে পারি। এদিন খুটি পূজো উপলক্ষ্যে  আদিবাসী নৃত‍্য ও বাউল গানের ব‍্যবস্থা করা হয়। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **