পোস্টগুলি

আগস্ট, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বেলঘরিয়া ইয়ুথ ক্লাবের পরিচালনায় আয়োজিত গণেশ পুজো :

ছবি
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আজ গণেশ পুজো। সারা দেশ জুড়ে মেতেছে গণেশ চতুর্থীর উৎসবের আমেজে। তবে মুম্বাই, ব্যাঙ্গালুরুর মত উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তেও ধুমধাম আকারে আয়োজিত হয়েছে গণেশ পুজো। কোথাও গণপতি দেব সেজেছেন থিমের ঝলকে। আবার কোথাও থিমের প্যান্ডেল করে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডলকে। বেলঘরিয়া ইয়ুথ ক্লাবের পরিচালনায় আয়োজিত গণেশ পুজোয় দেখা গেলো এক অন্য রূপে গণপতিদেবকে। ভারতীয় জাতীয় পতাকার তিনটে রঙ। গেরুয়া, সাদা এবং সবুজ। আর এই তিনটে রং নিয়ে তিরঙ্গা সাজে সেজেছে গণেশ ঠাকুর। থিম জুড়ে রয়েছে তিরঙ্গা। টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি ফিতে কেটে এদিন বেলঘরিয়া ইয়ুথ ক্লাবের গণেশ পুজো মণ্ডপের উদ্বোধন করেন ।  সাথে ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনিও এদিন আসেন বেলঘরিয়া ইয়ুথ ক্লাবের পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে।  জীব সেবায় শিব সেবা। আর এই ব্রত নিয়ে পুজোর পাশাপাশি এদিন বেলঘরিয়া ইয়ুথ ক্লাবের সদস্যদের উদ্যোগে ৫০০ এর বেশি মহিলাদের পুজো উপলক্ষ্যে শাড়ি এবং শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এইদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হ...

বর্ণাঢ্য অনুষ্ঠানে মাধ‍্যমে উদ্বোধন হল আমরা আছি ক্লাবের গনেশ পূজোরঃ

ছবি
  সিদ্ধিদাতা গনেশের আরাধনায় মাতবে সারা রাজ‍্য। আজ সেই গনেশ পূজো উপলক্ষ্যে  বাঘাযতীন আমরা আছি ক্লাবের  পূজো মন্ডপের দ্বার উৎঘাটন হয়ে গেল। এবার এই পূজো অষ্টম  বর্ষে পা দিল। এদিন এ উপলক্ষ্যে  পূজো মন্ডপে চাঁদের হাট বসেছিল। উদ্বোধনী  অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন  রামকৃষ্ণ  মিশনের মহারাজ সন্দীপন,  তাছাড়াও  উপস্থিত  ছিলেন সাংসদ ও ডায়মন্ডহারবার যাদবপুর  জেলা সভাপতি  শুভাশীষ  চক্রবর্তী।  এছাড়াও  উপস্থিত  ছিলেন স্থানীয় সার্ভে পার্ক থানার আধিকারিক  তীর্থঙ্কর দে। এদিন  সন্দীপন মহারাজ ও শুভাশীষ চক্রবর্তীর হাত ধরে এই পূজোর দ্বার উৎঘাটন হয়। পূজো কমিটির মুখ‍্য পৃষ্ঠপোষক  পল্লব ঘোষ জানান করোনা কালে তারা তেমন ভাবে জাঁকজমক  করে এই পূজো করতে পারেননি তবে এবার তারা পূজোটিকে সুন্দর  রুপ প্রদান করেছেন। তিনি আরো জানান গনেশ পূজোর দিন ও পরের দিন এলাকাবাসী  ও পথ চলতি মানুষের জন‍্য ভোগের আয়োজন করা হয়েছে। এদিন সাংসদ শুভাশীষ চক্রবর্তী  জানান   আমরা আছি ক্লাব...

রাখি পূর্ণিমার পূণ্য লগ্নে গনেশ পূজোর সূচনা হল বাঘাযতীন আমরা আছি ক্লাবেঃ

ছবি
   রাখি পূর্ণিমার পূর্ণ‍্য লগ্নে  বাঘাযতীন আমরা আছি ক্লাবের গনেশ পূজোর সূচনা হল খুটি পূজোর মাধ‍্যমে। এদিন এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত দৈত‍্যাপতি মহারাজ। তার হাত দিয়ে খুটি পূজোর মাধ‍্যমে গনেশ পূজোর সূচনা হয় এছাড়াও  উপস্থিত  ছিলেন স্থানীয় থানার আধিকারিক তীর্থঙ্কর দে।  এদিন পূজোর  প্রধান পৃষ্ঠপোষক  পল্লব কান্তি ঘোষ জানান আর কদিন পর গনেশ পূজো তাই আজ খুটি পূজোর মাধ‍্যমে তার সূচনা করা হল। এদিন দৈত‍্যাপতি মহারাজ বলেন আজ এই পূর্ণ‍্য লগ্নে এই পূজোর উদ্যোগতা পল্লব ও তার সহকারীদের ডাকে বাঘাযতীন আমরা আছি ক্লাবে আসতে পেরে তিনি  খুব খুশী। তিনি আরো বলেন রাখি বন্ধনের মাধ‍্যমে আমরা যেন সমাজে সম্প্রতির মেলবন্ধন ঘটাতে পারি। এদিন খুটি পূজো উপলক্ষ্যে  আদিবাসী নৃত‍্য ও বাউল গানের ব‍্যবস্থা করা হয়।