নির্মল ফিল্মস অরিজিনালের ইউটিউবচ্যানেলে মুক্তি পেতে চলেছেস্বল্প দৈর্ঘ্যের ছবি *“বিয়ে করবো*



এবার প্রিয়-পূজার বিয়ে নিয়ে ছবি। 
টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে পরিচিত মডেল ও অভিনেত্রী পূজা দত্ত নাকি এই বৈশাখে বিয়ে করতে চলেছেন অভিনেতা প্রিয়রঞ্জনকে । তবে রাস্তবে বিষয়টি সেরকম নয় । পূজা, প্রিয়রঞ্জনকে বিয়ে তো করছেন তবে রিয়েল লাইফে নয়, রীল লাইফে । 
সম্প্রতি শেষ হয়ে গেল আলোরানী দাস নিবেদিত ও নির্মল ফিল্মস অরিজিনাল প্রযোজিত জমজমাট কমেডি স্বল্প দৈর্ঘ্যের ছবি “বিয়ে করবো” র শুটিং
। “বিয়ে করবো” র মুখ্য ভুমিকায় দেখা যাবে টলিউডের পরিচিত মুখ পূজা দত্ত ও অভিনেতা প্রিয়রঞ্জনকে । এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টেলি অভিনেতা সুজিত ব্যানার্জি, দুর্গাপদ দোলই ও প্রমুখরা। 
অভিনেত্রী পূজা দত্তের মতে, “বিয়ে করবো” র এই বিয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মের যা আগে কেউ কখনো
দেখেননি বা শোনেনও নি । প্রিয়রঞ্জনের কথায়, এই বিয়ে এক অন্য মাত্রার বিয়ে যা না দেখলে খুব মিস করা হবে । পরিচালক সুমন দাসের পরিচালনায় “বিয়ে করবো” র পোস্টার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে। পোস্টার দেখার পর দর্শকমহলের একাংশের
বিশ্বাস, “বিয়ে করবো” র প্রিয়-পূজা জুটিকে দর্শকরা সানন্দেই গ্রহণ করবেন। 
যাইহোক,সব মিলিয়ে জমজমাট একটি মজার কাহিনী নিয়ে আগামী পয়লা বৈশাখ নির্মল ফিল্মস অরিজিনালের ইউটিউব
চ্যানেলে মুক্তি পেতে চলেছে বহুপ্রতীক্ষিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “বিয়ে করবো”। এখন দেখবার বিষয় দর্শকরা এই বিয়ে কতোটা উপভোগ
করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**