কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে স্থায়ী কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ :

কোরনাকালে দীর্ঘদিন জি এস আই এস এজেন্সির তত্ত্বাবধানে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন বিভাগে কাজ করেছে যারা করণা কাল কেটে গেল তাদের কোন কাজী কেটে গেল হাসপাতাল কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছে না। তার প্রতিবাদে এদিন হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন হাসপাতালে কর্মচারীরা। চুক্তিবদ্ধ হওয়ার সময় কোন লিখিত কাগজপত্র না পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ এর কাছ থেকে সঠিক সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ তাদের। সকাল থেকে প্ল্যাকার্ড হাতে নিয়ে শতাধিক কর্মচারী হাসপাতাল চত্বরে বিক্ষোভ শামিল হন। তার জেরে সাধারন মানুষদের আউটডোর পরিষেবা পেতে যথেষ্ট ভোগান্তির শিকার হতে হয় ফিরে যেতে হয় বহু রোগীকে। 

যতক্ষণ স্থায়ীভাবে কর্মসংস্থানের আশ্বাস পাচ্ছেন ততক্ষণ এই বিক্ষোভ চলবে বলে দাবি বিক্ষোভকারীদের। এই বিষয়ে হাসপাতালের সুপার অধ্যাপক সুজয় মিস্ত্রি কে জানানো হলেও তিনি তাদের লিখিত অভিযোগ স্বাস্থ্য ভবনে জানিয়েছেন।  উপরমহলে জানিয়ে বিক্ষোভকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। 

দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়েও আউটডোর পরিষেবার না পেয়ে ক্ষিপ্ত হয়ে পড়ে রোগীরা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**