**স্কুল কর্তৃপক্ষের গাফিলতির ফলে জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিকে বসা নিয়ে সমস্যায় ১৩ জন ছাত্র**

স্কুল কর্তৃপক্ষের গাফিলতির ফলে এবং জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিকে বসা নিয়ে সমস্যায় পড়লে ১৩ জন মাধ্যমিক ছাত্র । ঘটনাটি ঘটেছে আগরপাড়া নেতাজি শিক্ষায়তন স্কুলে। আগরপাড়া তারা পুকুরে এই স্কুল থেকে এবছরের ১৩৭ জন মাধ্যমিক পরীক্ষার বসার কথা  ছিল কিন্তু তার মধ্যে ১৩ জন ছাত্রের এডমিড কার্ড আসেনি ।  এডমিট কার্ড আসে ২৫ তারিখে ।এডমিট কার্ড নিতে এসে দেখে এই ১৩ জন ছাত্র এডমিট আসেনি । তারপর থেকে প্রতিদিনই স্কুল অফিস থেকে অভিভাবকদেরকে ঘুরে বেড়াচ্ছে কবে এডমিট কার্ড পাবেন । এডমিট কার্ড না পাওয়ায় আজ সমস্ত অভিভাবক এবং ছাত্ররা স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় ।  

তাদের একটাই দাবি এই ১৩ জন ছাএদের পরীক্ষায় বসার ব্যবস্থা করতে হবে । কারণ স্কুল কর্তৃপক্ষের দুর্বলতার জন্য এই ১৩ জন ছাত্রের এডমিট কার্ড আসেনি ।  তাই স্কুল কর্তৃপক্ষকে এদের পরীক্ষায় বসার ব্যবস্থা করতে হবে ।  শেষে খড়দা থানা পুলিশের মধ্যস্থতায় প্রধান শিক্ষক এই ছাত্রের নাম বাবার নাম ফোন নাম্বার লিখে কাগজপত্র নিয়ে ডিআই অফিসে যায় । ছাত্রদের অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার ফি জমা নিয়েছে ও টাকা জমা নিয়েছে । তাদের রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে তারপরেও কেন আমাদের ছেলেরা পরীক্ষায় বসতে পারবে না । তাদের একটা বছর নষ্ট হলে বা কোন ছাত্র যদি কোন দুর্ঘটনা ঘটিয়ে দেয় তবে তার দায়িত্ব কে নেবে ।  এই নিয়েই বেশ কিছুক্ষণ স্কুলে গন্ডগোল হয় । খড়দা থানা আর পুলিশের মধ্যস্থতায় তা সাময়িক মিটে যায় । এখন দেখার এই ১৩ জন ছাএদের জীবনের প্রথম পরীক্ষা  বড় পরীক্ষা মাধ্যমিক । পরীক্ষায় বসতে পারেবে কি ।  আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই ছাত্র দের জীবন দায় কে নেবে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**