পানিহাটি মানুষের কাছে ১৭ নম্বর ওয়ার্ড সিপিআই(এম )প্রার্থী অনির্বাণ ভট্টাচার্য দাবি সকাল সকাল ভোট দিন পানিহাটি পৌরসভা স্টিয়ারিং বামেদের দিকে ঘুরিয়ে দিন :

পানিহাটি পৌরসভার পৌর নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী প্রাক্তন জেলা যুবনেতা সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য l পানিহাটি পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী l আজ সকালে ১৩ নম্বর ওয়ার্ড অঞ্চলের বাস্তুহারা বাজার থেকে শুরু হয় প্রচার l
 গোকুলনগর ৪ নম্বর দেশবন্ধু নগর শহীদ কলোনি বিভিন্ন অঞ্চল প্রচার করেন l এই ওয়ার্ডের মূল সমস্যা মানুষের অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় l বিস্তীর্ণ অঞ্চল এবং পরিস্রুত মিষ্টি পানীয় জলের ২৪ ঘন্টা দেওয়ার ব্যবস্থা এবং অনির্বাণ ভট্টাচার্য যদি বামফ্রন্ট পানিহাটি পৌরসভা পরিচালনা
 করার ক্ষমতা পায় তবে প্রথম কাজ word-এর
 মানুষকে শান্তি এবং শৃঙ্খলা তার সাথে মানুষের মধ্যে যে ভীতি যে তোলাবাজি তা বন্ধ করা মানুষের মধ্যে নতুন অক্সিজেনের সঞ্চার ঘটানো এবং পানিহাটি পৌরসভা দুর্নীতিমুক্ত স্বজনপোষণ বন্ধ করা এবং স্বচ্ছ পৌর প্রশাসন গড়ে তোলা মূল্য লক্ষ l তাই পানিহাটি  মানুষের কাছে অনির্বাণ ভট্টাচার্য  দাবি সকাল সকাল ভোট দিন পানিহাটি পৌরসভা স্টিয়ারিং বামেদের দিকে ঘুরিয়ে দিন l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**