লড়াই কঠিন তবু এক ইণ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি প্রার্থীঃ

 বিপক্ষে তৃণমূল প্রার্থী রেশনারা মন্ডল তাই লড়াই  খুবই  কঠিন তবু লড়াইয়ের  ময়দানে এক ইন্চি জমি ছাড়তে নারাজ রাজপুর সোনারপুর পৌরসভার  ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মধুমিতা নন্দী। রবিবার  সকাল সকাল তিনি তার ওয়ার্ডের এলাচী এলাকার  মানুষের  বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারে। এদিন প্রচারের ফাকে স্থানীয় এক প্রবীণ  মহিলার আর্শীবাদ নেন।এদিন মধুমিতা দেবীর সমর্থনে বাড়ি বাড়ি  লিফলেট বিলি করা হয়। প্রচার শেষে তিনি জানান এলাচী এলাকায়  প্রচারে তিনি ব‍্যাপক সাড়া পেয়েছেন। মূলত ওয়ার্ডের অনুন্নয়ন কে তিনি প্রচারে হাতিয়ার  করবেন বলেও জানান। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**