পানিহাটি পৌর নির্বাচনে ৩২ নম্বর ওয়ার্ডে দেবজ্যোতি চক্রবর্তী সমর্থনে প্রচারে বাম ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য :

আগামী ২৭ শে ফেব্রুয়ারি রাজ্যের পৌর নির্বাচন l নির্বাচনে পানিহাটি পৌরসভা অন্তর্গত ৩২ নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সর্বকনিষ্ঠ প্রাক্তন এসএফআইয়ের রাজ্য নেতৃত্ব পানিহাটি অঞ্চলের রেড ভলেন্টিয়ার এর প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া কর্মী দেবজ্যোতি চক্রবর্তী l আজ পৌর নির্বাচনের বামফ্রন্টের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে ৩২ নম্বর ওয়ার্ডের প্রার্থী পরিচিতি এবং মিছিল সহ বিভিন্ন জায়গায় দাড়িয়ে সংক্ষিপ্ত সভা সংঘটিত হয় l 
এই প্রচার মিছিল শুরু হয় সোদপুর মধ্যমগ্রাম রোডের চন্ডীতলা মোড় থেকে শুরু হয়ে ওয়ার্ডের এস এন ব্যানার্জি রোড কালিতলা অশোকনগর ১১ নম্বর গলি মধ্যাঞ্চল পূর্বাঞ্চল ঘোলা থানার কাছে শেষ হয় lএই প্রচার মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং সিপিআই(এম) রাজ্য কমিটির অন্যতম সদস্য সৃজন ভট্টাচার্য্য l এস এফ আই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি ডাক্তার দীপ্তজিৎ দাস সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য শুভব্রত চক্রবর্তী ও অনুপ দে সহ যেহেতু প্রার্থী প্রাক্তন ছাত্র নেতা ছিল রাজ্যের তাই তাদের সহকর্মী আজ পৌর নির্বাচনের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেl সে কারণেই ছাত্র নেতৃত্ব সহকর্মীরা তাদের প্রাক্তন সহকর্মীর প্রচারে কোমড় বেঁধে নেমেছেন l

 এর পাশাপাশি যুব মহিলা এবং সিপিআইএমের কর্মী-সমর্থকরা এই প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করে l বিভিন্ন মোড়ে সভায় বক্তব্য রাখেন সংক্ষিপ্তভাবে সৃজন ভট্টাচার্য ,ডাক্তার দীপ্ত জিৎ দাস এবং শুভব্রত চক্রবর্তী lপ্রার্থী নিজের বক্তব্য রাখেন এই প্রচার মিছিল রায় ৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া অঞ্চল পরিক্রমা করে প্রায় ৪ কিলোমিটার পথ পরিক্রমা করা হয় l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**