সোনারপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার মোবাইল ছিনতাইকারীঃ

  সোনারপুর থানার পুলিশ অভিযান  চালিয়ে  এক বড় সাফল‍্য পায়। এদিন তাদের হাতে গ্রেপ্তার  হয়েছে  মোবাইল  ছিনতাইকারী  সেলিম শেখ, বাপি শেখ, এমডি আকাশ, এমডি পাপ্পু। পুলিশি জেরার মুখে তারা মোবাইল  ছিনতাইয়ের  কথা স্বীকার  করে নেয় l এদিন তাদের কাছ থেকে বেশ কয়েকটি  মোবাইল ফোন উদ্ধার  করা হয়েছে। তাছাড়াও  তাদের কাছ থেকে একটিকালো রঙের মোটরসাইকেল উদ্ধার  করা হয়েছে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**