সুন্দরবনে পিছিয়ে পরা মানুষদের পাশে স্বর্ণদ্বীপ চ‍্যারিটেবেল ট্রাস্টঃ

 সুন্দরবন নামটা শুনলে মনে পড়ে বিখ‍্যাত ম‍্যানগোভ বনভূমীর কথা আর মনে পড়ে রয়েল বেঙ্গল  টাইগার মানে আমাদের  বাঘ মামার কথা। সুন্দর বনের ভৌগলিক  অবস্থান জঙ্গলে  ঘেরা দ্বীপের মতো। তাই এই অঞ্চলের  মানুষের জীবিকা মোম, মধু সংগ্রহ করা, কাকড়া চাষ করা বা মিন ধরা।  আর এই জীবিকা নির্বাহ করতে গিয়ে প্রতি বছর কত মানুষ বাঘের আক্রমনের মুখে পড়েন। 
কেউ বাচেন কেউ  বা প্রান হারান। সেই সব মৃতদের  অসহায়  পরিবারের পাশে দাড়িয়েছে স্বর্ণদ্বীপ চ‍্যারিটেবিল ট্রাস্ট  নামে  এক সেচ্ছাসেবী  সংগঠন। তাদের তরফ থেকে সুন্দরবনের প্রতন্ত এলাকায়  বাঘের আক্রমনে ক্ষতিগ্রস্ত  পরিবার গুলিকে আর্থিক সাহায্য  এবং  নতুন বস্ত্র তুলে দেওয়া হল। মূলত ক্ষতিগ্রস্ত  পরিবারের মহিলাদের  গত একবছর ধরে এই সংগঠনের তরফ থেকে এই সাহায‍্য করা হচ্ছে।

 আজ বর্ষপূর্তি উপলক্ষ্যে  পরশমোণি গ্রামে বাঘের আক্রমনে ক্ষতিগ্রস্ত  পরিবারের মহিলাদের  এই অনুদান তুলে দেওয়া  হয়। এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন স্বর্ণদ্বীপ চ‍্যারিটেবিলের সভাপতি ঝর্না মন্ডল, পরামর্শদাতা জয়শ্রী মন্ডল, সম্পাদক  শ্রীকান্ত বধূক, সদস‍্যা নিবেদিত  তপস্বী ও মারুফা স্মৃতি ফাউন্ডেশনের  প্রতিষ্ঠাতা সইদুল লস্কর। অনুষ্ঠানে  শ্রীকান্ত বাবু বলেন সুন্দরবনের  এই অসহায়  মা দের পাশে দাড়াতে পেরে তারা খুব খুশি । পাশাপাশি  এদিন অনুদান  পাওয়া মায়েরা স্বর্ণদ্বীপের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**