পোস্টগুলি

নভেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সোনারপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার মোবাইল ছিনতাইকারীঃ

ছবি
  সোনারপুর থানার পুলিশ অভিযান  চালিয়ে  এক বড় সাফল‍্য পায়। এদিন তাদের হাতে গ্রেপ্তার  হয়েছে  মোবাইল  ছিনতাইকারী  সেলিম শেখ, বাপি শেখ, এমডি আকাশ, এমডি পাপ্পু। পুলিশি জেরার মুখে তারা মোবাইল  ছিনতাইয়ের  কথা স্বীকার  করে নেয় l এদিন তাদের কাছ থেকে বেশ কয়েকটি  মোবাইল ফোন উদ্ধার  করা হয়েছে। তাছাড়াও  তাদের কাছ থেকে একটিকালো রঙের মোটরসাইকেল উদ্ধার  করা হয়েছে। 

সুন্দরবনে পিছিয়ে পরা মানুষদের পাশে স্বর্ণদ্বীপ চ‍্যারিটেবেল ট্রাস্টঃ

ছবি
 সুন্দরবন নামটা শুনলে মনে পড়ে বিখ‍্যাত ম‍্যানগোভ বনভূমীর কথা আর মনে পড়ে রয়েল বেঙ্গল  টাইগার মানে আমাদের  বাঘ মামার কথা। সুন্দর বনের ভৌগলিক  অবস্থান জঙ্গলে  ঘেরা দ্বীপের মতো। তাই এই অঞ্চলের  মানুষের জীবিকা মোম, মধু সংগ্রহ করা, কাকড়া চাষ করা বা মিন ধরা।  আর এই জীবিকা নির্বাহ করতে গিয়ে প্রতি বছর কত মানুষ বাঘের আক্রমনের মুখে পড়েন।  কেউ বাচেন কেউ  বা প্রান হারান। সেই সব মৃতদের  অসহায়  পরিবারের পাশে দাড়িয়েছে স্বর্ণদ্বীপ চ‍্যারিটেবিল ট্রাস্ট  নামে  এক সেচ্ছাসেবী  সংগঠন। তাদের তরফ থেকে সুন্দরবনের প্রতন্ত এলাকায়  বাঘের আক্রমনে ক্ষতিগ্রস্ত  পরিবার গুলিকে আর্থিক সাহায্য  এবং  নতুন বস্ত্র তুলে দেওয়া হল। মূলত ক্ষতিগ্রস্ত  পরিবারের মহিলাদের  গত একবছর ধরে এই সংগঠনের তরফ থেকে এই সাহায‍্য করা হচ্ছে।  আজ বর্ষপূর্তি উপলক্ষ্যে  পরশমোণি গ্রামে বাঘের আক্রমনে ক্ষতিগ্রস্ত  পরিবারের মহিলাদের  এই অনুদান তুলে দেওয়া  হয়। এই অনুষ্ঠানে  উপস্থিত  ছি...