মেলায় সুষ্ঠুভাবে ক‍্যাম্প পরিচালনার জন‍্য জেলা জয় হিন্দ বাহিনী সভাপতিকে পুরষ্কৃত করা হলঃ

 এবছরের  গঙ্গাসাগর মেলায় জেলা তৃণমূল  জয়হিন্দ বাহিনীর তরফ থেকে সুষ্ঠুভাবে  ক‍্যাম্প পরিচালনা  করার জন‍্য জেলা জয় হিন্দ সভাপতি  পল্লব ঘোষ কে জেলা প্রশাসনের তরফ থেকে পুরষ্কৃত করা হল। এদিন জেলা শাষক পি উলগানাথন তাকে সংসাপত্র ও পুষ্প স্তবক দিয়ে সংবর্ধিত করেন। 
পল্লব বাবু জানান তিনি সবসময়ই  মানুষের পাশে ছিলেন  আছেন থাকবেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য  এই বছর মেলায় জেলা জয়হিন্দ বাহিনীর  সেচ্ছাসেবকরা অক্লান্ত  পরিশ্রমের ফলে মেলাটি সুষ্ঠুভাবে  অনুষ্ঠিত হয়। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**