পানিহাটি ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল পাটি অফিসে দুষ্কৃতীদের দাদাগিরি :

গতকাল রাতে আচমকাই বি টি রোড বিবির বাগান বাসস্ট্যান্ডে পানিহাটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস মাতঙ্গিনী হাজরা ভবন লক্ষ্য করে বোমা ছোড়া কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় l আতঙ্ক ছড়ানো এলাকায় ঘটনাটি ঘটেছে গতকাল রাতে l দুটি বাইকে করে জনা দুষ্কৃতী আসে আচমকাই বোমা ছোড়া শুরু করে l 
পর পর তিনটি বোমা ছোড়ে সেই সময় তৃণমূল কংগ্রেসের ১৩ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর জয়ন্ত দাস সে তার সঙ্গীদের কে নিয়ে পার্টি অফিসের পাশে বসে কথা বলছিল l সেই সময় এই আক্রমণ l এই বোমা ছড়ায় কেউ আঘাত পায়নি l খরদা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী আছে l 
পাশে যে সি সি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করে এবং আশে পাশে আর জে সিসি ক্যামেরা রয়েছে সে ক্যামেরার ফুটেজ খড়দা থানা পুলিশ সংগ্রহ করেছেন এবং দুষ্কৃতীদের ধরার জন্য তদন্ত শুরু করেছে l এর আগেও এই পার্টি অফিস কে লক্ষ্য করে বোমা মারা হয় l বেলঘড়িয়া দেশপ্রিয় নগরের বিভা মরে পার্টি অফিসের গুলি চালানো এরপর গতকাল পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস লক্ষ্য করে বোমা মারার ঘটনায় এলাকায় আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়ায় l


 এই কো-অর্ডিনেটর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে মানুষের পিয়ারলেস আবাসনে সোদপুর টাফিক মোড় ঝামেলা করা l সোদপুর স্টেশন লাগোয়া সোয়দপুর সরকারি আবাসন ঝামেলা এই বিভিন্ন ধরনের ঝামেলার অভিযোগ এই কো-অডিনেটর বিরুদ্ধে l এলাকার মানুষের অভিযোগ আছে তোলাবাজি এলাকা দখল নিয়েই এই পার্টি অফিসে  l দুষ্কৃতীদে বিরুদ্ধে এখন পুলিশের তদন্তে কি উঠে আসে সেটাই দেখার বিষয় l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**