বেলঘড়িয়া যতীনদাস বিদ‍্যামন্দিরের প্রধান শিক্ষকের অভিনব উদ্যোগ তোমার বিদ‍্যালয় তোমার পাশেঃ

 

প্রায় দুই  বছর হতে চলল রাজ‍্যের সমস্ত বিদ‍্যালয় বন্ধ। আর এই পরিস্থিতিতে দাড়িয়ে  এক অভিনব ও সুন্দর  প্রয়াস নিয়েছেন বেলঘড়িয়া যতীনদাস বিদ‍্যামন্দিরের প্রধান শিক্ষক  শ্রীমৃনাল কান্তি মিশ্র ও তার সহ শিক্ষকরা। 

এদিন মৃনাল বাবু জানালেন আর্থিক দিক থেকে পিছিয়ে  থাকা অনেক ছাত্র ছাত্রীদের যাতে অনলাইন  ক্লাস করতে অসুবিধা  না হয় তার জন‍্য তারা  ছাত্রছাত্রীদের  মোবাইল ফোনের ব‍্যবস্থা করে দিচ্ছেন। শুধুতাই নয় ছাত্রছাত্রীদের বাড়িতে  স্টাডি মেটিরিয়াল  খাতা  রঙিন পেন সাথে কিছু শুকনো খাবার   পৌছে দিচ্ছেন। আর এই সম্পূর্ন কাজ টাই হচ্ছে  স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিজস্ব দানে গড়ে ওঠা একটি বিশেষ আর্থিক  ফান্ডের মাধ‍্যমে। 

গতবছর লকডাউন থেকে এই কর্মসূচি  চলছে বলে জানান মৃনালবাবু  তিনি বলেন  লকডাউনের মধ‍্যে ছাত্রছাত্রীদের  যাতে একঘেয়েমি  না আসে তাই এমন উদ্যোগ  আর তাছাড়া  তারা কেন এটা দেখাও শিক্ষকদের  কর্তব্য। 

তিনি আরো জানান  তার বিদ‍্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যাতে করোনা সময়  পড়াশোনার  ক্ষেত্রে কোন অসুবিধা  না হয় সেদিকে  তারা লক্ষ‍্য রাখছেন। যাদের জন‍্য এই উদ্যোগ  সেই  খুদে শিক্ষার্থীরাও তাদের প্রিয় শিক্ষকদের এমন উদ্যোগে খুশি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**