৪১ টি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বন্ধের প্রতিবাদে শ্রমিকের বিক্ষোভ :
সারা দেশে সামরিক দপ্তর এর মোট ৪১ টি অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে এবং সারাদেশে এই ফ্যাক্টরি গুলিতে কর্মরত শ্রমিক সংখ্যা প্রায় ৮২ হাজার কাছাকাছি l কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে এই ৪১ টি কারখানাকে সাতটা ভাগে ভাগ করে কর্পোরেশন করে তার মধ্যে দিয়ে বেসরকারিকরণ করা যে চক্রান্ত করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লাগাতার ধর্মঘটের পথে যাওয়ার কথা যে ঘোষণা করেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার এই ধর্মঘট বন্ধ করা যে চক্রান্ত করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সারাদেশব্যাপী সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর যৌথভাবে আজ সব কারখানার গেটে বিক্ষোভ সভার আয়োজন করে l তার অঙ্গ হিসেবে ব্যারাকপুর মহকুমায় ইছাপুরের অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং মেটানো স্টিল ফ্যাক্টরি মাঝখানের জায়গা ছাই গাধা ময়দানে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয় l এই সভায় উত্তর ২৪ পরগনা জেলার সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর যৌথভাবে এই কর্মসূচী গ্রহণ করে l এই সভায় সভাপতিত্ব করেন বি সি এম ইউ রাজ্য নেতৃত্ব বাবলি দে l এছাড়াও বক্তব্য রাখেন সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলার সম্প