**এই মুহূর্তে ব্রেকিং নিউজ কামারহাটি প্রবর্তন জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড**
বি শিফটে আগুন লাগে নাইট শিফট বন্ধ করা হয় কারখানার কাজের স্বার্থে l আগুন লাগার ফলে কারখানা ধোয়া হয়ে যায় l এই ডিপার্টমেন্টে প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক কাজ করছিল l ৪০ % শ্রমিক নিয়ে কাজ করার হয় l আগামীকাল কারখানা বন্ধ এবং শনিবার বন্ধ থাকবে জানালেন কারখানা কর্তৃপক্ষ l এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যায়নি l এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন