**কামারহাটি পৌরসভার ৩৫ টি ওয়ার্ডে উন্নয়নের ধারা শক্তিশালী করতে আলোচনা সভা করা হয়**
মূলত বিষয় জল নিকাশি এবং পানীয় জল, রাস্তা ,তার পরে আজ দুপুরে কামারহাটি পৌরসভা বোর্ডরুমে কামারহাটি পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্যদের কে নিয়ে পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রীর উপস্থিতিতে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় বড়নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস রায় কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মদন মিত্র এবং কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা সহ পৌর প্রশাসক মন্ডলীর সদস্য এবং পৌর নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয় l
এই সভা পরে মন্ত্রী বলেন উন্নয়নের বিষয়ে কথা হয় l পরিকল্পনা করা হয় জল নিকাশি এবং পানীয় জলের ব্যবস্থা l প্রথম প্রধান বিষয় এ বিষয়টি প্রথম দেখা হবে l এর সমস্যা আগে মিটাতে হবে l তা নিয়ে পরিকল্পনা করা হয়েছে l এই সভায় জল বিভাগের অফিসাররা সবাই রয়েছে lতাদের উপস্থিতিতেই এই আলোচনা করা হয়েছে l আগামী দিন পৌরসভা উন্নয়নমূলক যাতে আরও এগিয়ে চলে সেদিকে পৌরসভা দৃষ্টি আকর্ষণ করবে l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন