পানিহাটিতে দুষ্কৃতীদের রাতে তান্ডব :


করোনা ভাইরাস এর আক্রমণের ফলে লকডাউনে জন্য দীর্ঘদিন ধরে গাড়ি চালাতে পারছিল না l গাড়ি বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা ছিল l গতকাল রাতে দুষ্কৃতীরা গাড়ি ভাঙ চুর করে l ঘটনাটি ঘটেছে পানিহাটি পৌরসভা ৩৩ নম্বর ওয়ার্ডের অশোক সেন নগরে l বাসিন্দা দীপঙ্কর দাস দীর্ঘ ত্রিশ বছরের উপর ট্যাক্সি চালান l বেশ কয়েক বছর আগে ব্যাংক লোনের মাধ্যমে একটি ট্যাক্সি বের করেন l যেটা মধ্যে দিয়ে পরিবার পরিচালনা করতেন l সেই অর্থ উপার্জনের মধ্যে দিয়ে সংসার পরিচালনা করতেন l

 লকডাউন এর জন্য রাস্তায় গাড়ি বের করতে পারছেন না তাই বাড়ির সামনের গাড়িটি দাঁড় করিয়ে রাখা ছিল l দীর্ঘদিন ধরেই এই একই জায়গাতে বাড়ির সামনে রাস্তার উপরে তার গাড়িটি রাখা থাকতো l গতকাল রাতে কোন এক অদৃশ্য কারণে এলাকার কিছু দুষ্কৃতীরা তার গাড়ির উপরে হামলা চালায় l গাড়ির সামনের কাচ মিটার এবং পিছনের কাচ সহ গাড়ির হেডলাইট ভেঙে দেয় l আজ সকালে এলাকার মানুষ তাকে খবর দেয় তার গাড়ি ভাঙচুর হয়েছে l তখন গাড়ির মালিক দীপঙ্কর দাস আসে দেখে তার গাড়ি ভাঙচুর হয়েছে l সে ভেবে উঠতে পারছে না কি কারণে তার গাড়ি ভাঙচুর হলো বা কারা ভাঙচুর করলেন l ঘোলা থানা অভিযোগ দায়ের করা হয়েছে l 


এই গাড়ির ওপর তার সংসার ফলে ব্যাংক লোনের মধ্যে দিয়েই গাড়ি কেনা তার পরে দীর্ঘদিন ধরে লকডাউন চলায় গাড়ি রাস্তায় না নামাতে অর্থনৈতিক একটা বড় সঙ্কটের মুখে পড়েছে গাড়ী চালক l তার পরে এই ভাবে গাড়ির উপরে আক্রমণ l এই গাড়ি সারাতে যে খরচা পড়বে তা কিভাবে পূরণ করবে ভেবে উঠতে পারছে না গাড়ির চালক l অর্থনৈতিক সংকটে মধ্যে কি হবে সংসার পরিচালনা করবে এবং তার সাথে গাড়িটাকে আবার ঠিক করে রাস্তায় নামানোর যে অর্থনৈতিক চাপ সেই চাপ সামাল দেবে কি করে এখন চিন্তায় ট্যাক্সি চালক দীপঙ্কর দাস l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**