আগরপাড়া মহাজাতি নগরে আগুন জেলে চম্পট ছেলে :



 আগরপাড়া মহাজাতি ৫ নম্বর এলাকায় বাড়িতে আগুন জেলে চম্পট ছেলে l
জানা গেছে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ঘরে আগুন জেলে পালিয়ে যায় প্রসেনজিৎ দত্ত নামে এই বাড়ির বড় ছেলে।
 শুধু তাই নয় আশেপাশের এলাকার মানুষের অভিযোগ সে বিকেলের দিকে তার মা ও ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এবং পাড়া-প্রতিবেশী এ অভিযোগ করে সেই ছেলেটি পুরোপুরি সুস্থ নয় এবং মদ্যপান করেন। দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ঘরে কেউ আছে কিনা তা দেখেন এবং জানান আমাদের এই অগ্নিকাণ্ডে কেউ আহত বা নিহত হননি এবং ঘরেও কেউ ছিলনা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**