পানিহাটি তৃণমূল যুব কংগ্রেস সহযোগিতা পানিহাটি পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগের স্বেচ্ছায় রক্তদান শিবির :


পানিহাটি তৃণমূল যুব কংগ্রেস সহযোগিতা পানিহাটি পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগের স্বেচ্ছায় রক্তদান শিবির l এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় l পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভা মুখ্য সচেতক নির্মল ঘোষ l পূর্ব পানিহাটি তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্রাট চক্রবর্তী l কো-অর্ডিনেটর তন্দ্রা ঘোষ ও যুব তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব তীর্থঙ্কর ঘোষ l 

পানিহাটি পৌরসভা কো-অর্ডিনেটর পৌর প্রধান পরিষদ সদস্য সোমনাথ দে l কো-অর্ডিনেটর স্বপন দাস সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব l এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসে সেন্ট্রাল ব্লাড ব্যাংক কর্মীরা l ১০০ জন রক্তদাতা রক্তদান করে এই শিবিরে l এই শিবির থেকে বহু রক্তদাতা রক্ত দিতে না পেরে ফিরে যান l স্বতঃস্ফূর্তভাবে যুব সম্প্রদায় সহ সাধারণ মানুষ এই রক্তদান শিবিরে রক্ত দিতে উপস্থিত হয় কিন্তু ব্লাড ব্যাংকে সেই সংখ্যা নেওয়ার পরিস্থিতি না থাকায় অনেক মানুষকে রক্ত না দিতে পেরে ফিরতে যেতে হয় এই রক্তদান শিবির থেকে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**