এ বি টি এ শতবর্ষ কে স্মরণ করে সত্যপ্রিয় রায় করোনা পরিষেবা ও পরামর্শ দান কেন্দ্র এবং আইসোলেশন সেন্টার :


এ বি টি এ শুধু ছাত্র-ছাত্রীদের পড়াশোনা বিষয়টি তে তারা সীমাবদ্ধ থাকেন না l এ বি টি এ কর্মী সদস্যরা শিক্ষক ও তার পাশে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখেই তাদের কর্মী সমর্থক সহ ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের কথা মাথায় রেখেই সত্যপ্রিয় রায় উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এ বি টি এ শিক্ষক সংগঠন l তা আজ শতবর্ষে পদার্পণ করল l এই শতবর্ষ কে স্মরণ করে সত্যপ্রিয় রায় করোনা পরিষেবা ও পরামর্শ দান কেন্দ্র এবং আইসোলেশন সেন্টারের উদ্বোধন হলো এ বি টি এ ব্যারাকপুর মহকুমা দক্ষিণ শাখার উদ্যোগে l 


এ বি টি এ উ : ২৪ পরগনা জেলা কমিটির সহযোগিতায় এইচ বি টাউন এক নম্বর রাস্তায় পানিহাটিতে আইসোলেশন সেন্টার এবং করোনা পরিষেবা ও পরামর্শদান কেন্দ্রের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ডাক্তার l ডাক্তার আন্দোলনের ডাক্তারদের প্রথম এগিয়ে থাকা নেতৃত্ব মানষ গুমটাই lএ বি টি এ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য্য উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তনময় ভট্টাচার্য পানিহাটি পৌরসভা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অর্ণব রায় পানিহাটি পৌরসভা প্রাক্তন পৌর প্রধান চারণ চক্রবর্তী পানিহাটি বামফ্রন্টের দুলাল চক্রবর্তী এবং বিশিষ্ট সমাজসেবী অনির্বাণ ভট্টাচার্য l 


এছাড়া উপস্থিত ছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক মহিলা আন্দোলনের রাজ্যের নেতৃত্ব ও প্রাক্তন শিক্ষিকা তানিয়া চক্রবর্তী l সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন এ বি টি এর ব্যারাকপুর মহকুমার দক্ষিণ শাখার সভাপতি সুদীপ চৌধুরী এবং সম্পাদক শুভব্রত চক্রবর্তী l এই অনুষ্ঠানে প্রথমে পতাকা উত্তোলন করা হয় সংগঠনের l 



তার পরে অতিথিদের কে বরণ করে নেওয়া হয় l ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে এ বি টি এর শতবর্ষের স্মারক দিয়ে এ বি টি এ সদস্য রা l  আইসোলেশন সেন্টার ৬ টি বেড থাকছে অক্সিজেন এবং অক্সিজেন কনস্যুলেটর থাকছে l প্রতিদিন ডাক্তার এবং প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা প্রত্যেকদিন থাকছেন রোগীদের দেখবার জন্য l এতে সাধারন মানুষ উপকৃত l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**