ভোট ওন একাউন্টেও দরাজ মমতা! বাজেট কটাক্ষ বিরোধীদেরঃ
কড়া নাড়ছে বিধানসভা ভোট আর তাকে হাতিয়ার করে এই বছরের ভোট ওন একাউন্টে বহু জনমুখী প্রকল্পের কথা ঘোষনা করে আবারও কল্পতুরু হয়ে উঠলেন মমতা বন্দোপাধ্যায়।
গতকাল বিধানষভায় বাজেট পেশ করতে গিয়ে তিনি একাধিক জনমুখী প্রকল্পের কথা ঘোষনা করেন। তারমধ্যে উল্লেখযোগ্য হল তপশিলী জাতি উপজাতিদের জন্য কুড়ি হাজার পাকা বাড়ি নির্মান, যার জন্য খরচ হবে প্রায় দেড় হাজার কোটি টাকা, তপশিলী জাতি উপজাতিদের জন্য
ইংরেজি মাধ্যমে ১০০টি বিদ্যালয় রাজ্যের বিভিন্ন প্রান্তে স্হাপন করা হবে।
অলচিকি ভাষায় নতুন ৫০০টি বিদ্যালয় স্থাপন ও ১৫০০ হাজার প্যারা টিচার নিয়োগ।
এছাড়াও আছে চা সুন্দরী প্রকল্পে ৩লক্ষ্য শ্রমীকে পাকা বাড়ি প্রদান করা বা কৃষকবন্ধু প্রকল্পে বার্ষিক ৫০০০থেকে বেড়ে৬০০০হাজার টাকা ভাতা দেওয়া।
স্বাস্থ্য সাথী প্রকল্পে বছরের যেকোন সময় কার্ড করা যাবে।
নেতাজীর নামে নিউটাউনে স্বারক ঘোষনা,প্রতি জেলায় জয়হিন্দ ভবন তৈরী ও কলকাতা পুলিশে নেতাজীর নামে ব্যাটোলিয়ান তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও এবার থেকে রাজ্যের সমস্ত প্রবীণ ও বিধবা নাগরিকদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে।
বিরোধীরা অবশ্য এই বাজেট কে নির্বাচনী গিমিক ছাড়া আর কিছু বলতে নারাজ তৃনমূল যেমন কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করতে ছাড়েনি ঠিক তেমন বিজেপিও এই বাজেটকে দিশাহীন বাজেট বলে আখ্যা দিচ্ছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন