**ক্রীড়া সংগঠন শিবু দে প্রয়াস*

প্রাক্তন ফুটবলার শ্রী ত্রীদিপ তালুকদারের অক্লাত্ন প্রচেষ্টায় বিদ্যাধর পুর (বীরভূম) খেলার মাঠে আদিবাসী ছেলেদের নিয়ে ফুটবল কোচিং ক্লাস পরিচালনা করে চলেছেন ।ক্রীড়া সংগঠক শিবু দে l খেলার মাঠে প্রত্যেক  খেলোয়ার দের জার্সি এবং বুট দিয়ে সহযোগী হাত বাড়িয়ে দিলেন ক্রীড়া সংগঠন শিবু দে l তিনি গ্রাম অঞ্চলে ছুটে যান নতুন প্রতিভা খেলোয়াড়দের তুলে আনার জন্য এই  ফুটবল জগৎ তার এই প্রয়াস সাধারণ সাধারণ মানুষ সাধুবাদ জানাই l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**