দেশপ্রিয় নগর SFI,DYFI ২৫ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে দেশপ্রিয় নগর ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবির :


SFI ৫০ বছর উপলক্ষে ছাত্র আন্দোলনের ৫০ বছরের ইতিহাস কে স্মরণ করে রাকতে টেক্সমাকো দেশপ্রিয় নগর আঞ্চলিক কমিটি এস এফ আই এবং ডিওয়াইএফআই ২৫  নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে দেশপ্রিয় নগর ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় l এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা এবং ন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ব্লাড ব্যাংকের কর্মীরা l এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসে l স্বেচ্ছায় রক্তদান শিবিরে ১০০  জন রক্তদাতা তাদের শরীরের মূল্যবান রক্ত মানুষের প্রয়োজনে মানুষের স্বার্থে স্বেচ্ছায় দান করেন l রক্তদাতাদের কে উৎসাহিত করতে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মৃণাল চক্রবর্তী সিপিআই(এম ) উ: ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক এবং সিপিআই(এম )পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য মানস মুখার্জি , কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং সিপিআই(এম )উ:২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য শতরূপ ঘোষ .নেপাল দেব ভট্টাচার্য সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি এবং সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ,ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সায়নদীপ মিত্র ,ডিওয়াইএফআই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি দেবজ্যোতি দাস মৌসুমী ভট্টাচার্য্য এবং দীপাঞ্জন ভট্টাচার্য চলচ্চিত্র এবং সাংস্কৃতিক জগতের শিল্পী এবং উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও সিপিআই(এম )উত্তর জেলা কমিটির সম্পাদকমন্ডলী অন্যতম সদস্য তন্ময় ভট্টাচার্য, এসএফআই টেক্সমাকো দেশপ্রিয় নগর আঞ্চলিক কমিটির সম্পাদিকা তানিয়া মিত্র সহ ছাত্র যুব নেতৃত্ব ও সিপিআইএম নেতৃত্বরা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**