দেশপ্রিয় নগর ২৫ নম্বর ওয়ার্ড এসএফআইয়ের ৫০ বছর উপলক্ষে এই ৫০ বছর কে স্মরণ করে রাখতে আলোচনা সভা l

এসএফআই টেক্সমাকো দেশপ্রিয় নগর আঞ্চলিক কমিটির অন্তর্গত দেশপ্রিয় নগর বিদ্যানিকেতন স্কুল শাখার উদ্যোগে এসএফআইয়ের ৫০ বছর উপলক্ষে এই ৫০ বছর কে স্মরণ করে রাখতে আলোচনা সভা সংগঠিত করেন l
দেশপ্রিয় নগর বাজারে সমাজ ভবনে l কেন্দ্রীয় সরকার যে নয়া শিক্ষানীতি চালু করেছে সেই শিক্ষা নীতির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় l২৫ নম্বর ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা যাওয়া হয় l এছাড়া করোনা আবহে যারা চিকিৎসা পরিষেবা স্বাস্থ্যপরিসেবা দিয়েছেন সেই সমস্ত মানুষকে সম্বর্ধিত করা হয় l

এই আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য কমিটির সদস্য ঋজুরেখ দাশগুপ্ত এবং প্রধান বক্তা ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায় l সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবস্মিতা মুখোপাধ্যায় l ২৫ নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ৩০ জন ছাত্রছাত্রীকে সম্বর্ধিত করা হয় এই সভা মঞ্চ থেকে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**