পর্যটকদের স্বাগত জানাতে তৈরী শান্তিনিকেতনের সোনাঝুরিঃ

 ঠান্ডা আমেজ গায়ে মেখে বড় দিনের সপ্তাহে  পর্যটকদের  স্বাগত জানাতে তৈরী কবিগুরুর স্মৃতি  বিজরিত শান্তিনিকতনের সোনাঝুরি। আজ রবিবার আমরা পৌছে গেছিলাম 

সোনাঝুরিতে,একে রবিবার ছুটির দিন তার ওপর চলছে বড় দিনের সপ্তাহ তাই আজ সোনাঝুরিতে সকাল থেকে পর্যটকদের  ভীড়। 
পর্যটক সমাগমের জন‍্য সোনাঝুরিতে স্থানীয় দোকানদারা পসরা সাজিয়ে বসে পড়েছেন।
ভীড়ের কারনে তাদের ব‍্যবসা বাণিজ্য ভালো হচ্ছে  তাই তাদের মুখে চওড়া  হাসি ফুটেছে। 
এর পাশাপাশি  দর্শক মনোরঞ্জনের জন‍্য সোনাঝুরিতে আদিবাসীদের  নৃত‍্যানুষ্ঠান হচ্ছে, আর সেখানে দর্শকরাও  মাদলের তালে তালে নেচে উঠছেন।

কলকাতা  থেকে আগত পর্যটক মন্দিরা ব‍্যানার্জী বলেন করোনা আবহে দূরে কোথায় না গিয়ে পরিবার পরিজন নিয়ে শান্তিনিকেতন  চলে এসেছেন তবে পৌষ মেলা না হওয়ার দরুন অনেক পর্যটকের মন খারাপ, সোনাঝুরি আদিবাসী  নৃত‍্য সেই  ক্ষতে কিছুটা প্রলেপ লাগিয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**