রাজপুর সোনারপুর পৌরসভার ২৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার কর্মসূচিঃ
মখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়ের অনুপ্রেরনায় ও স্থানীয় পৌরমাতা সোনালী রায়ের উদ্যোগে আজ রাজপুর সোনারপুর পৌরসভার ২৫নং ওয়ার্ডের জগদ্দল কলোনি হাইস্কুলে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল।
এদিন সকাল থেকে সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য জগদ্দল স্কুলের বাইরে স্থানীয় ওয়ার্ডের নাগরিকদের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো।
পৌরমাতা সোনালী রায় নিজে উপস্থিত থেকে সমস্ত কর্মসূচির তত্ত্বাবধান করেন। খাদ্যসাথি,স্বাস্থ্যসাথী,পুরোহিত ভাতার মতো সরকারি প্রকল্পগুলিতে সাধারন মানুষ তাদের নাম নথিভুক্ত করান।
পৌরমাতা সোনালী রায় বলেন মানুষ এই জনমুখী প্রকল্প গুলির সুবিধা যাতে ঘরে বসে পান তার জন্য দুয়ারে সরকার কর্মসূচি পাশাপাশি তিনি এদিন মুখ্যমন্ত্রীর প্রতি বিরোধী দলগুলির করা কটাক্ষ নিয়েও তীব্র প্রতিবাদ করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন