বরানগরে বামেদের উদ্যোগে রক্তদান শিবির :
সিপিআই(এম )বরানগর দু'নম্বর এরিয়া কমিটির অন্তর্গত বরানগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রেড ভলেন্টিয়ার এর উদ্যোগে গোপাল লাল ঠাকুর রোড ৩৪ বি বাসস্ট্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা যায় l প্রদীপ রায় চৌধুরী এবং অপরাজিত রায় দুজনেই সিপিএম কর্মী l তাদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় l এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসেন l
এম আর বাঙ্গুর হাসপাতালে ব্লাড ব্যাংকের কর্মীরা l এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা তাদের রক্ত দান করেন l এই রক্তদান শিবিরে উদ্বোধন করেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্য l রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন অশোক ভট্টাচার্য্য এবং অশোক রায় l এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসে lস্বাস্থ্য দপ্তরের ভ্রাম্যমাণ গাড়িতে এক রক্ত সংগ্রহ করা হয় l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন